Dilip Ghosh on CM Claim : মমতার 97 হাজার কোটি টাকা প্রাপ্যের দাবি নিয়ে প্রশ্ন দিলীপের - অনুব্রত মণ্ডলকে নিয়ে দিলীপ ঘোষ
🎬 Watch Now: Feature Video
"আমিও জানতে চাইছি 97 হাজার কোটি টাকা এল কোথা থেকে ?", প্রাতঃভ্রমণে এসে প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে জ্বালানির দামে ভ্যাট কমানোর আবেদন জানিয়েছিলেন ৷ উত্তরে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছ থেকে এই টাকা পাওনা আছে বলে জানিয়েছেন ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির দাবি, তৃণমূলের লোককে সরকারি অর্থের সুবিধে দিতেই এই টাকা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (BJP leader Dilip Ghosh asks about CM Mamata Banerjee's claim from centre) ৷