BJP Protest over SSC Scam : পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীর গ্রেফতারি চেয়ে দুর্গাপুরে বিজেপির মিছিল - পশ্চিম বর্ধমানে বিজেপির মিছিল
🎬 Watch Now: Feature Video
এসএসসি দুর্নীতির অভিযোগে পথে নামল রাজ্যের অন্যতম বিরোধী রাজনৈতিক দল বিজেপি ৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বর্তমান শিক্ষা-প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে দফায় দফায় সিবিআই দফতরে ডেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে । পরেশ অধিকারীর মেয়ে-সহ আরও অনেক এসএসসি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । আজ বিজেপির পক্ষ থেকে দুর্গাপুরের সিটিসেন্টারে এক কর্মীকে পার্থ চট্টোপাধ্যায় সাজিয়ে তার কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘুরিয়ে মিছিল করা হল । পরে এডিআই দফতরে স্মারকলিপি জমা দেওয়া হল । বিজেপির জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, এসএসসি-তে বিরাট দুর্নীতি হয়েছে । পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীকে গ্রেফতার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে, জানালেন বিজেপি নেতা (BJP demonstration demanding arrest of Partha Chatterjee and Paresh Chandra Adhikary in Durgapur Paschim Bardhaman) ৷