ETV Bharat / state

ঘন কুয়াশায় বন্ধ গঙ্গাসাগরের ভেসেল পরিষেবা, ভোগান্তি পুণ্যার্থী ও নিত্যযাত্রীদের - VESSEL SERVICES STOPPED

ঘন কুয়াশার কারণে দৃশ্য়মানতা কম থাকায় সকাল থেকে বন্ধ গঙ্গাসাগরের ভেসেল পরিষেবা ৷ ঘাটে দাঁড়িয়ে অপেক্ষায় পুণ্যার্থী থেকে শুরু করে নিত্যযাত্রীরা ৷

ETV BHARAT
ঘন কুয়াশায় বন্ধ গঙ্গাসাগরের ভেসেল পরিষেবা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2025, 11:23 AM IST

কাকদ্বীপ, 5 জানুয়ারি: সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে বিভিন্ন জেলা । আর কুয়াশার জেরে দৃশ্যমানতা খুবই কম থাকায় গঙ্গাসাগরে বন্ধ রয়েছে ভেসেল চলাচল । গঙ্গাসাগর মেলার ঠিক আগেই বন্ধ কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যাওয়ার ভেসেল পরিষেবা । এর ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে পুর্ণ্যার্থীরা ।

রবিবার সকাল থেকেই ঘন কুয়াশা থাকার কারণে দৃশ্যমানতার কম থাকায় কাকদ্বীপ লট নম্বর আট থেকে কচুবেড়িয়া ভেসেল ঘাট পর্যন্ত ভেসেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয় । ফলে সকাল থেকেই বহু যাত্রী দাঁড়িয়ে রয়েছেন ভেসেল ঘাটে । সামনেই গঙ্গাসাগর মেলা ৷ সেই কারণে ইতিমধ্যেই বহু পুণ্যার্থী আসতে শুরু করেছেন ৷ কিন্তু এদিন ঘন কুয়াশার কারণে ভেসেল পরিষেবা এখনও পর্যন্ত বন্ধ রয়েছে ৷ ফলে একদিকে যেমন কাকদ্বীপ লট নম্বর আট ভেসেল ঘাটে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন, ঠিক তেমনই গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটেও মানুষের ভিড় ।

ঘন কুয়াশায় বন্ধ গঙ্গাসাগরের ভেসেল পরিষেবা (নিজস্ব ভিডিয়ো)

গঙ্গাসাগর মেলার সময় লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে আসেন । ইতিমধ্যে অনেকেই ভিড় জমিয়েছেন ৷ প্রাকৃতিক কারণে বন্ধ রাখা হয়েছে ভেসেল পরিষেবা । এ বিষয়ে মানিক মণ্ডল নামে এক নিত্যযাত্রী জানান, ঘন কুয়াশার কারণে বন্ধ ভেসেল পরিসেবা ভেসেল ৷ পরিষেবা বন্ধ থাকার কারণে বেশ কয়েক ঘণ্টা ধরে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি । কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ যাওয়ার একমাত্র মাধ্যম হল নদীপথ ৷ ভেসেল পরিষেবা বন্ধ থাকার কারণে অসুবিধার মধ্যে পড়েছি ।"

ETV BHARAT
ভোগান্তি পুণ্যার্থী ও নিত্যযাত্রীদের (নিজস্ব চিত্রো)

ভেসেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ না পর্যন্ত পর্যন্ত দৃশ্যমানতা স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভেসেল চালানো সম্ভব নয় ৷ এ বিষয়ে জনৈক ভেসেল কর্মী সৌমেন মাইতি বলেন, "অন্যান্য দিন ভোর 5.30 নাগাদ থেকে ভেসেল পরিষেবা শুরু হয়ে যায় ৷ কিন্তু ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাব থাকায়, যাত্রী সাধারণের কথা মাথায় রেখে ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে । আবার উন্নতি হলে ভেসেল পরিষেবা চালু করা হবে ।"

জানা গিয়েছে, ধীরে ধীরে কুয়াশা কাটায় অবশেষে 11.20-তে ভেসেল পরিষেবা চালু হওয়ার কথা ৷

কাকদ্বীপ, 5 জানুয়ারি: সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে বিভিন্ন জেলা । আর কুয়াশার জেরে দৃশ্যমানতা খুবই কম থাকায় গঙ্গাসাগরে বন্ধ রয়েছে ভেসেল চলাচল । গঙ্গাসাগর মেলার ঠিক আগেই বন্ধ কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যাওয়ার ভেসেল পরিষেবা । এর ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে পুর্ণ্যার্থীরা ।

রবিবার সকাল থেকেই ঘন কুয়াশা থাকার কারণে দৃশ্যমানতার কম থাকায় কাকদ্বীপ লট নম্বর আট থেকে কচুবেড়িয়া ভেসেল ঘাট পর্যন্ত ভেসেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয় । ফলে সকাল থেকেই বহু যাত্রী দাঁড়িয়ে রয়েছেন ভেসেল ঘাটে । সামনেই গঙ্গাসাগর মেলা ৷ সেই কারণে ইতিমধ্যেই বহু পুণ্যার্থী আসতে শুরু করেছেন ৷ কিন্তু এদিন ঘন কুয়াশার কারণে ভেসেল পরিষেবা এখনও পর্যন্ত বন্ধ রয়েছে ৷ ফলে একদিকে যেমন কাকদ্বীপ লট নম্বর আট ভেসেল ঘাটে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন, ঠিক তেমনই গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটেও মানুষের ভিড় ।

ঘন কুয়াশায় বন্ধ গঙ্গাসাগরের ভেসেল পরিষেবা (নিজস্ব ভিডিয়ো)

গঙ্গাসাগর মেলার সময় লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে আসেন । ইতিমধ্যে অনেকেই ভিড় জমিয়েছেন ৷ প্রাকৃতিক কারণে বন্ধ রাখা হয়েছে ভেসেল পরিষেবা । এ বিষয়ে মানিক মণ্ডল নামে এক নিত্যযাত্রী জানান, ঘন কুয়াশার কারণে বন্ধ ভেসেল পরিসেবা ভেসেল ৷ পরিষেবা বন্ধ থাকার কারণে বেশ কয়েক ঘণ্টা ধরে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি । কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ যাওয়ার একমাত্র মাধ্যম হল নদীপথ ৷ ভেসেল পরিষেবা বন্ধ থাকার কারণে অসুবিধার মধ্যে পড়েছি ।"

ETV BHARAT
ভোগান্তি পুণ্যার্থী ও নিত্যযাত্রীদের (নিজস্ব চিত্রো)

ভেসেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ না পর্যন্ত পর্যন্ত দৃশ্যমানতা স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভেসেল চালানো সম্ভব নয় ৷ এ বিষয়ে জনৈক ভেসেল কর্মী সৌমেন মাইতি বলেন, "অন্যান্য দিন ভোর 5.30 নাগাদ থেকে ভেসেল পরিষেবা শুরু হয়ে যায় ৷ কিন্তু ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাব থাকায়, যাত্রী সাধারণের কথা মাথায় রেখে ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে । আবার উন্নতি হলে ভেসেল পরিষেবা চালু করা হবে ।"

জানা গিয়েছে, ধীরে ধীরে কুয়াশা কাটায় অবশেষে 11.20-তে ভেসেল পরিষেবা চালু হওয়ার কথা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.