কুলতলি, 6 জানুয়ারি: নতুন বছর শুরুতেই দক্ষিণরায়ের আতঙ্কে ত্রস্ত কুলতলি ৷ সোমবার সাত সকালে বাঘের পায়ের ছাপ দেখাকে ঘিরে লোকালয়ে ফের আতঙ্ক ছড়ায় । সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখা যায় কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর গ্রামের শ্রীকান্তপল্লী এলাকায় ।
এদিন মৎস্যজীবীরা যখন মাছ ধরতে যাচ্ছিল তখন তাদের নজরে আসে যে গ্রামের দিকে থাকা নদী বাঁধ বরাবর বাঘের বেশ কয়েকটি পায়ের ছাপ রয়েছে । মুহূর্তের মধ্য লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের মানুষ । খবর দেওয়া হয় স্থানীয় থানা ও বন দফতরে ৷
তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় মৈপীঠ উপকূল থানার পুলিশ ও বন দফতরের নলগোড়া বিটের বনকর্মীরা । জাল দিয়ে ঘিরে ফেলা হয় জঙ্গলের ধার ৷ বাঘ বেরোনোর খবর পেয়ে গ্রামবাসীদের নিয়ে সেখানে পৌঁছে যান স্থানীয় মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শঙ্কর দাস । বাঘটির অবস্থান জানতে তার পায়ের ছাপ দেখে রাস্তা অনুসন্ধান করছে বনকর্মীরা । মাইকিং করে স্থানীয় মানুষজনদের নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করছেন পুলিশ আধিকারিকরা ৷ অযথা আতঙ্ক না হওয়ার কথা বলা হচ্ছে ৷
এই বিষয়ে দক্ষিণ 24 পরগনা জেলা বন বিভাগের আধিকারিক নিশা গোস্বামী বলেন, "সোমবার সকালে আমরা জানতে পারি জঙ্গল ছেড়ে বাঘ গ্রামে ঢুকেছে । বাঘের উপস্থিতির খবর পেয়েই বন দফতরের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জাল দিয়ে এলাকা ঘিরে ফেলেছেন । রায়দিঘির রেঞ্জ অফিসার-সহ বনকর্মীরা এলাকায় নজরদারির জন্য পৌঁছে গিয়েছেন । বাঘটিকে জঙ্গলে ফেরানোর প্রচেষ্টা চলছে ৷"