BJP Agitation: পার্থ-অর্পিতার গ্রেফতারের পর মিছিল বিজেপির, স্লোগান উঠল 'চোর ধরো,জেলে ভরো' - আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়
🎬 Watch Now: Feature Video
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই দুর্গাপুর সিটি সেন্টারে পথে নামলেন বিজেপির নেতা-কর্মীরা।'চোর ধরো, জেলে ভরো" এই স্লোগানকে সামনে রেখে বিজেপির বিক্ষোভ মিছিল হল দুর্গাপুরে (BJP Agitation in Durgapur on Partha-Arpita Arrest)। এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 21 কোটি টাকা ৷ তার সঙ্গে এসএসসি সংক্রান্ত একাধিক নথিও উদ্ধার হয়েছে। এই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের সকলকেই গ্রেফতার করতে হবে এই দাবিকে সামনে রেখেই হল মিছিল ৷
TAGGED:
BJP Agitation