ETV Bharat / state

লোকালয়ে হাতির হানা ! মুহূর্তের মধ্যে পুলিশ কন্সটেবলকে পিষে মারল দাঁতাল - ALIPURDUAR ELEPHANT ATTACK

বাড়িতে এসেছিলেন ছুটিতে ৷ কিন্তু এভাবে সবটা শেষ হয়ে যাবে তা কেউই ভাবতে পারছেন না ৷ আলিপুরদুয়ারে সকলের সামনে পুলিশ কন্সটেবলকে পিষে মারল হাতি ৷

ELEPHANT ATTACK IN ALIPURDUAR
হাতির হানা (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2025, 8:03 PM IST

আলিপুরদুয়ার, 12 জানুয়ারি: ছুটিতে গ্রামের বাড়িতে এসে হাতির হানায় প্রাণ গেল রাজ্য পুলিশের কন্সটেবলের। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি গ্রামে। মৃত কনস্টেবলের নাম সিন্টু টিগ্গা (45) ৷ তিনি দার্জিলিং জেলায় কর্মরত ছিলেন। তাঁর পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন।

মৃত পুলিশকর্মীর দাদা পিন্টু টিগ্গা বলেন, "শনিবার বিকেলে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে এসেছিল সিন্টু। রাতের খাওয়া শেষ করে আমরা সকলে ঘুমোতে যাই। রবিবার ভোরে বক্সা জঙ্গল থেকে একটি দলছুট বুনো হাতি এলাকায় প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে থাকে। সিন্টুর ঘরের পাশে থাকা নারকেল গাছও উপড়ে ফেলে হাতি। তাতে আতঙ্কিত হয়ে পরিবারের সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসি। তখন আরও এক প্রতিবেশীর বাড়িতে ওই বুনো হাতিটি হামলা চালালে আমরা দুই ভাই মিলে চিৎকার করি। সঙ্গে টর্চের জোরালো আলো ফেলি ওই হাতিটির গায়ে।"

পুলিশ কন্সটেবলকে পিষে মারল দাঁতাল (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "তাতে ওই বুনো হাতি আমাদের দিকে তেড়ে আসে। পালানোর সময় সিন্টু মাটিতে আছড়ে পড়তেই তাঁকে পিষে মারে হাতিটি ৷ সবার চোখের সামনে ভাইকে পিষে মারল হাতিটি। অথচ রক্ষা করতে পারলাম না।"

এদিকে, ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছন বনকর্মীরা। কালচিনি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। বন দফতরের পক্ষ থেকে মৃত পুলিশকর্মীর পরিবারকে সরকারি নিয়ম মেনে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, "খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা ওই পুলিশকর্মীর পরিবারকে সব ধরনের সহায়তা করব।"

আলিপুরদুয়ার, 12 জানুয়ারি: ছুটিতে গ্রামের বাড়িতে এসে হাতির হানায় প্রাণ গেল রাজ্য পুলিশের কন্সটেবলের। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি গ্রামে। মৃত কনস্টেবলের নাম সিন্টু টিগ্গা (45) ৷ তিনি দার্জিলিং জেলায় কর্মরত ছিলেন। তাঁর পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন।

মৃত পুলিশকর্মীর দাদা পিন্টু টিগ্গা বলেন, "শনিবার বিকেলে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে এসেছিল সিন্টু। রাতের খাওয়া শেষ করে আমরা সকলে ঘুমোতে যাই। রবিবার ভোরে বক্সা জঙ্গল থেকে একটি দলছুট বুনো হাতি এলাকায় প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে থাকে। সিন্টুর ঘরের পাশে থাকা নারকেল গাছও উপড়ে ফেলে হাতি। তাতে আতঙ্কিত হয়ে পরিবারের সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসি। তখন আরও এক প্রতিবেশীর বাড়িতে ওই বুনো হাতিটি হামলা চালালে আমরা দুই ভাই মিলে চিৎকার করি। সঙ্গে টর্চের জোরালো আলো ফেলি ওই হাতিটির গায়ে।"

পুলিশ কন্সটেবলকে পিষে মারল দাঁতাল (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "তাতে ওই বুনো হাতি আমাদের দিকে তেড়ে আসে। পালানোর সময় সিন্টু মাটিতে আছড়ে পড়তেই তাঁকে পিষে মারে হাতিটি ৷ সবার চোখের সামনে ভাইকে পিষে মারল হাতিটি। অথচ রক্ষা করতে পারলাম না।"

এদিকে, ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছন বনকর্মীরা। কালচিনি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। বন দফতরের পক্ষ থেকে মৃত পুলিশকর্মীর পরিবারকে সরকারি নিয়ম মেনে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, "খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা ওই পুলিশকর্মীর পরিবারকে সব ধরনের সহায়তা করব।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.