ETV Bharat / sports

মার্চের শেষ সপ্তাহে শুরু আইপিএল, জানিয়ে দিল বোর্ড - IPL 2025

আইপিএলে কবে শুরু হচ্ছে ? জানিয়ে দিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা ৷ জেনে নিন কবে শুরু কোটিপতি লিগ ৷

INDIAN PREMIER LEAGUE
2024 আইপিএল ট্রফি হাতে শাহরুখ খান, পূজা দাদলানি এবং গৌতম গম্ভীর (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 12, 2025, 7:51 PM IST

মুম্বই, 12 জানুয়ারি: গত নভেম্বরের শেষদিকে ভিনদেশে মেগা আইপিএল নিলাম নিয়ে উত্তেজনার পারদ ছড়িয়েছিল চরমে ৷ এরপর আইপিএল কবে শুরু হচ্ছে, তা জানতে মুখিয়ে ছিলেন অনুরাগীরা ৷ অবশেষে সামনে এল দিনক্ষণ ৷ আগামী 23 মার্চ শুরু হচ্ছে কোটিপতি লিগ ৷ মুম্বইয়ে রবিবার বিসিসিআইয়ের বৈঠকের পর জানিয়ে দিলেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা ৷

শুধু আইপিএলের দিনঘোষণাই নয় ৷ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বোর্ড কবে দলঘোষণা করতে পারে, তারও আভাস দিলেন বোর্ডের সহ-সভাপতি ৷ রাজীব শুক্লা যা জানালেন, তাতে আগামী 18 এবং 19 জানুয়ারি চ্য়াম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের জন্য চূড়ান্ত বৈঠকে বসবে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ প্রাথমিকভাবে 12 জানুয়ারি স্কোয়াড ঘোষণার কথা থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলঘোষণা বিসিসিআই কয়েকদিন পিছিয়ে দিয়েছে বলে প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে ৷ এই মর্মে আইসিসি'র কাছে তারা কিছুটা সময় চেয়ে নিয়েছে বলেও শোনা যাচ্ছিল ৷

এদিন রাজীব শুক্লার মন্তব্যে সেই রিপোর্টেই সিলমোহর পড়ল ৷ তবে এদিন বৈঠকের পর আইপিএল শুরুর দিনঘোষণা অবশ্যই সবচেয়ে বড় চমক ৷ 23 মার্চ শুরু হতে চলা আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে 25 মে ৷ রাজীব শুক্লা ফাইনালের ব্য়াপারে কিছু না-জানালেও ইন্ডিয়া ট্যুডে সূত্রে খবর তেমনটাই ৷ এমনকী আইপিএল 23 মার্চ নয়, বরং 21 মার্চ শুরু হচ্ছে বলে জানানো হয় সেখানে ৷ রাজীব শুক্লা ভুল করে 23 মার্চ উল্লেখ করেছেন বলে ইন্ডিয়া ট্যুডে'র রিপোর্টে প্রকাশ ৷ এদিন বৈঠক শেষে নয়া বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়াকে নিয়ে তাঁর প্রত্যাশার কথা শোনান রাজীব শুক্লা ৷ তিনি বলেন, "বিসিসিআই'য়ের হয়ে কাজ করা সবসময়ই চ্যালেঞ্জের ৷ কিন্তু ও (দেবজিৎ সইকিয়া) সেইসব চ্যালেঞ্জ দক্ষ হাতেই সামলাবে বলে আমার বিশ্বাস ৷ কোনও সমস্য়া হবে না ৷"

আইপিএল নিলাম: অষ্টাদশ সংস্করণে নব কলেবরে আত্মপ্রকাশ করবে আইপিএলের 10টি দল ৷ গত 24 এবং 25 নভেম্বর সৌদি আরবের জেড্ডা শহরে অনুষ্ঠিত হয়েছিল 2025 আইপিএলের মেগা নিলাম ৷ 639.15 কোটি টাকায় 182 জন দেশি-বিদেশি ক্রিকেটারদের কিনেছিল 10টি ফ্র্যাঞ্চাইজি ৷ সর্বাধিক 27 কোটি টাকায় তারকা স্টাম্পার-ব্যাটার ঋষভ পন্তকে দলে নেয় লখনউ সুপার জায়ান্ট ৷

আরও পড়ুন:

মুম্বই, 12 জানুয়ারি: গত নভেম্বরের শেষদিকে ভিনদেশে মেগা আইপিএল নিলাম নিয়ে উত্তেজনার পারদ ছড়িয়েছিল চরমে ৷ এরপর আইপিএল কবে শুরু হচ্ছে, তা জানতে মুখিয়ে ছিলেন অনুরাগীরা ৷ অবশেষে সামনে এল দিনক্ষণ ৷ আগামী 23 মার্চ শুরু হচ্ছে কোটিপতি লিগ ৷ মুম্বইয়ে রবিবার বিসিসিআইয়ের বৈঠকের পর জানিয়ে দিলেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা ৷

শুধু আইপিএলের দিনঘোষণাই নয় ৷ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বোর্ড কবে দলঘোষণা করতে পারে, তারও আভাস দিলেন বোর্ডের সহ-সভাপতি ৷ রাজীব শুক্লা যা জানালেন, তাতে আগামী 18 এবং 19 জানুয়ারি চ্য়াম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের জন্য চূড়ান্ত বৈঠকে বসবে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ প্রাথমিকভাবে 12 জানুয়ারি স্কোয়াড ঘোষণার কথা থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলঘোষণা বিসিসিআই কয়েকদিন পিছিয়ে দিয়েছে বলে প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে ৷ এই মর্মে আইসিসি'র কাছে তারা কিছুটা সময় চেয়ে নিয়েছে বলেও শোনা যাচ্ছিল ৷

এদিন রাজীব শুক্লার মন্তব্যে সেই রিপোর্টেই সিলমোহর পড়ল ৷ তবে এদিন বৈঠকের পর আইপিএল শুরুর দিনঘোষণা অবশ্যই সবচেয়ে বড় চমক ৷ 23 মার্চ শুরু হতে চলা আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে 25 মে ৷ রাজীব শুক্লা ফাইনালের ব্য়াপারে কিছু না-জানালেও ইন্ডিয়া ট্যুডে সূত্রে খবর তেমনটাই ৷ এমনকী আইপিএল 23 মার্চ নয়, বরং 21 মার্চ শুরু হচ্ছে বলে জানানো হয় সেখানে ৷ রাজীব শুক্লা ভুল করে 23 মার্চ উল্লেখ করেছেন বলে ইন্ডিয়া ট্যুডে'র রিপোর্টে প্রকাশ ৷ এদিন বৈঠক শেষে নয়া বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়াকে নিয়ে তাঁর প্রত্যাশার কথা শোনান রাজীব শুক্লা ৷ তিনি বলেন, "বিসিসিআই'য়ের হয়ে কাজ করা সবসময়ই চ্যালেঞ্জের ৷ কিন্তু ও (দেবজিৎ সইকিয়া) সেইসব চ্যালেঞ্জ দক্ষ হাতেই সামলাবে বলে আমার বিশ্বাস ৷ কোনও সমস্য়া হবে না ৷"

আইপিএল নিলাম: অষ্টাদশ সংস্করণে নব কলেবরে আত্মপ্রকাশ করবে আইপিএলের 10টি দল ৷ গত 24 এবং 25 নভেম্বর সৌদি আরবের জেড্ডা শহরে অনুষ্ঠিত হয়েছিল 2025 আইপিএলের মেগা নিলাম ৷ 639.15 কোটি টাকায় 182 জন দেশি-বিদেশি ক্রিকেটারদের কিনেছিল 10টি ফ্র্যাঞ্চাইজি ৷ সর্বাধিক 27 কোটি টাকায় তারকা স্টাম্পার-ব্যাটার ঋষভ পন্তকে দলে নেয় লখনউ সুপার জায়ান্ট ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.