হাওড়া, 12 জানুয়ারি: আদ্রা ও চক্রধরপুর বিভাগে উন্নয়নমূলক কাজের জন্য ফের ট্রেন বাতিল ও পরিষেবা নিয়ন্ত্রণের ঘোষণা । নির্দেশিকা দিয়ে জানাল দক্ষিণ-পূর্ব রেল । অন্যদিকে, পূর্বরেলের তরফে জানানো হয়েছে জম্মু তাওয়াই স্টেশনে পুনঃউন্নয়ন কাজের জন্য প্রায় দেড় মাস বাতিল থাকবে জম্মু-তাওয়াই যাওয়া ও সেখান থেকে ফেরার ট্রেন ।
আদ্রা বিভাগে কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলে ট্রেন বাতিলের তালিকা :
68045/68046 আদ্রা-আসানসোল-আদ্রা মেমু 13 এবং 18 জানুয়ারি বাতিল থাকবে ।
68090/68089 আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু 13, 17 এবং 19 জানুয়ারি বাতিল থাকবে ।
68108/68111 বাঁকুড়া-মাসাগ্রাম-বাঁকুড়া মেমু স্পেশাল 18 জানুয়ারি বাতিল থাকবে ।
যাত্রাপথ পরিবর্তন হওয়া ট্রেন :
18601 টাটানগর-হাটিয়া এক্সপ্রেস, যাত্রা শুরু 17 জানুয়ারি চন্ডিল-গুণ্ডা বিহার-মুরি রুটে পরিবর্তিত পথে চলবে ।
শুরু ও গন্তব্য সংক্ষেপ হওয়া ট্রেনের তালিকা :
63594/63593 আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু, যাত্রা শুরু 16 এবং 19 জানুয়ারি আদ্রা পর্যন্ত সংক্ষেপিত হবে/আদ্রা থেকে শুরু হবে ।
68056/68060 টাটানগর-আসানসোল-বারাভূম মেমু, যাত্রা শুরু 13, 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আদ্রা পর্যন্ত সংক্ষেপিত হবে/আদ্রা থেকে শুরু হবে ।
চক্রধরপুর বিভাগে কাজের জন্য বাতিল হওয়া ট্রেনের তালিকা :
13512/13511 আসানসোল-টাটানগর-আসানসোল এক্সপ্রেস 12 জানুয়ারি বাতিল থাকবে ।
58023/58024 টাটানগর-বারকাকানা-টাটানগর প্যাসেঞ্জার 12 এবং 15 জানুয়ারি বাতিল থাকবে ।
68023/68024 ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার 13, 15 এবং 16 জানুয়ারি বাতিল থাকবে ।
68055/68056 আসানসোল-টাটানগর-আসানসোল মেমু প্যাসেঞ্জার 12 এবং 15 জানুয়ারি বাতিল থাকবে ।
শুরু ও গন্তব্য সংক্ষেপ হওয়া ট্রেনের তালিকা :
68055/68056 আসানসোল-টাটানগর-আসানসোল মেমু প্যাসেঞ্জার 13 এবং 16 জানুয়ারি পুরুলিয়া পর্যন্ত সংক্ষেপিত হবে/পুরুলিয়া থেকে শুরু হবে ।
13301/13302 ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস 12, 13, 15 এবং 16 জানুয়ারি আদ্রা পর্যন্ত সংক্ষেপিত হবে/আদ্রা থেকে শুরু হবে ।
যাত্রাপথ পরিবর্তন হওয়া ট্রেন :
22892 রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস 13 জানুয়ারি যাত্রা শুরু করবে পরিবর্তিত রুটে কোটশিলা-রাজবেরা-জামুনিয়াতান্ড-আদ্রা-মেদিনীপুর-খড়গপুর হয়ে চলবে ।
- কাশ্মীরের জম্মু তাওয়াই স্টেশন পুনঃউন্নয়নের অংশ হিসেবে 15 জানুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত জম্মু তাওয়াই ইয়ার্ড পুনর্গঠনের জন্য প্রি-নন-ইন্টারলকিং/ইন্টারলকিং কাজ চলাকালীন নিম্নলিখিত ট্রেনগুলি নিয়ন্ত্রিত থাকবে । এই কাজের জন্য পূর্বরেলের একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে ।
22317 শিয়ালদা-জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস (যাত্রা শুরুর দিন ছিল 24 ফেব্রুয়ারি ও 3 মার্চ)
22318 জম্মু তাওয়াই-শিয়ালদা হামসফর এক্সপ্রেস (যাত্রা শুরুর দিন ছিল 26 ফেব্রুয়ারি ও 5 মার্চ)
13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস (যাত্রা শুরুর দিন ছিল 1 মার্চ থেকে 4 মার্চ পর্যন্ত)
13152 জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস (যাত্রা শুরুর দিন ছিল 3 মার্চ থেকে 6 মার্চ পর্যন্ত)
12331 হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস (যাত্রা শুরুর দিন ছিল 1 মার্চ ও 4 মার্চ)
12332 জম্মু তাওয়াই-হাওড়া হিমগিরি এক্সপ্রেস (যাত্রা শুরুর দিন ছিল 3 মার্চ ও 6 মার্চ)
এছাড়াও, 12331 হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস (যাত্রা শুরুর দিন ছিল প্রতি মঙ্গল, শুক্র ও শনিবার 14 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত) এবং 15097 ভাগলপুর-জম্মু তাওয়াই অমরনাথ এক্সপ্রেস (যাত্রা শুরুর দিন ছিল প্রতি বৃহস্পতি 16 জানুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত) ভিজয়পুর জম্মু স্টেশনে সংক্ষিপ্তভাবে সমাপ্ত হবে ।