ETV Bharat / sports

কোহলি-রোহিতদের প্রশ্ন করুক ম্যানেজমেন্ট, সাফ মন্তব্য আজহারের - MOHAMMAD AZHARUDDIN

স্বামীজির জন্মবার্ষিকীতে বাংলায় মহম্মদ আদহারউদ্দিন ৷ সিঙ্গুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে জানালেন ভারতীয় ক্রিকেট নিয়ে নানা কথা ৷

Mohammad Azharuddin
সিঙ্গুরে আজহার (Etv Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 12, 2025, 11:05 PM IST

সিঙ্গুর, 12 জানুয়ারি: স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার হুগলিতে মহম্মদ আজহারউদ্দিন। একটি বেসরকারি স্কুলের আমন্ত্রণে প্রাক্তন ভারত অধিনায়কের হুগলি জেলার সিঙ্গুরে আসা। কলকাতায় টেস্ট কেরিয়ার শুরু। ক্রিকেট জীবনের উজ্বল অংশের সাক্ষী তিলোত্তমা। তাই এই রাজ্যের যে কোনও আমন্ত্রণের অনুরোধ সহজে ফেরান না 'আজ্জু' ৷ এদিন সিঙ্গুরের অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটের সফলতম অধিনায়কের মুখে শোনা গেল বর্তমান ভারতীয় ক্রিকেটের হাল-হকিকত।

  • প্রঃ টেস্ট সিরিজে জোড়া ব্যর্থতার পর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ড সিরিজে সম্ভাবনা

উঃ টেস্ট ম্যাচে আমাদের পারফরম্যান্স এতটা বাজে হবে তা আশা করিনি। কিন্তু সুড়ঙ্গের অন্য প্রান্তে আলোর দিশা অবশ্যই আছে। আমাদের এখন ওয়ান-ডে ম্যাচের দিকে নজর দেওয়া উচিত। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ড সিরিজ আসছে। অতীতে যা হয়েছে তা শোধরানো যাবে না। আমাদের সামনের দিকে তাকাতে হবে। সীমিত ওভারে আমাদের দল দারুণ। দারুণ সব ক্রিকেটার রয়েছে। আমরা গত দু-তিন মাসে যা হারিয়েছি সেসব ভুলে এখন সামনে যা আসছে সেদিকে মনোসংযোগ করা উচিত।

  • প্রঃ বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাটিং ব্যর্থতায় টিম ম্যানেজমেন্টের ভূমিকা

উঃ বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভালো পারফরম্যান্স করতে পারেনি। তবে ওরা অবশ্যই সেরা খেলোয়াড়। সবচেয়ে বড় ব্যাপার হল ওরা একই ভুল করে আউট হচ্ছে। আমি বুঝতে পারছি না টিম ম্যানেজমেন্ট, কোচ, ব্যাটিং কোচ ওদের কেন কিছু বলছে না। ওদের দু'জনের আউটের ধরন একইরকম। বুঝতাম যদি ওরা বিভিন্নভাবে আউট হয়েছে। তা যখন হয়নি তখন তো বলা উচিত। ধরিয়ে দেওয়া উচিত ভুলটা কোথায় হচ্ছে। ওদের দু'জনের পাশাপাশি অন্য সব ব্যাটারদের আউট একই ধরনের। ব্যাটিং বিভাগ খারাপ করলেও বোলাররা সত্যিই ভালো করেছে। ব্যাটসম্যানরা ব্যর্থ না-হলে তফাৎ কিছু ছিল না দু'দলের (ভারত ও অস্ট্রেলিয়া) মধ্যে। আমরা জিততে পারতাম।

  • প্রঃ কোচ গৌতম গম্ভীরের পারফরম্যান্স

উঃ গৌতম গম্ভীরের ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নেবে। আমি বলার কেউ নই।

  • প্রঃ ফুটবল খেলা ও অ্যাথলেটিক্সে অংশগ্রহণের নিজের অতীত অভিজ্ঞতা

উঃ অনেক বছর আগে আমি ফুটবল খেলেছি। অ্যাথলেটিক্সেও অংশ নিতাম। একশো মিটার দৌড়তাম ৷ খুব দৌড়তে পারতাম বলেই অ্যাথলেটিক্সে অংশ নিতাম। তবে ফুটবলে ভালো কিছু করার মত স্কিল আমার ছিল না।

  • প্রঃ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ের সম্ভাবনা

উঃ আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। আমাদের দলে বেশ ভালো ওয়ান-ডে খেলার ক্রিকেটার রয়েছে। আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা উচিত। আমরা অনেকদিন পরে আইসিসি ট্রফি জিতেছি। ফের জয়ের সুযোগ আমাদের রয়েছে। আশা করি জিতব।

  • প্রঃ শততম টেস্ট না খেলতে পারা

উঃ শততম টেস্ট না-খেলা নিয়ে আক্ষেপ আমার নেই। সাধারণত নিরানব্বইটি টেস্ট খেললে শততম টেস্ট খেলার সুযোগ পায় সেই ক্রিকেটার। আমার ক্ষেত্রে উপরওয়ালা সেই সুযোগ রাখেননি। নিরানব্বইটি টেস্টে আমি যা করেছি তার জন্য উপরওয়ালাকে ধন্যবাদ দিতে চাই। আমি কখনও ভাবিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করব, অধিনায়কত্ব করব। তাই যা করেছি তাতে আমি খুশি।

আরও পড়ুন:

সিঙ্গুর, 12 জানুয়ারি: স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার হুগলিতে মহম্মদ আজহারউদ্দিন। একটি বেসরকারি স্কুলের আমন্ত্রণে প্রাক্তন ভারত অধিনায়কের হুগলি জেলার সিঙ্গুরে আসা। কলকাতায় টেস্ট কেরিয়ার শুরু। ক্রিকেট জীবনের উজ্বল অংশের সাক্ষী তিলোত্তমা। তাই এই রাজ্যের যে কোনও আমন্ত্রণের অনুরোধ সহজে ফেরান না 'আজ্জু' ৷ এদিন সিঙ্গুরের অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটের সফলতম অধিনায়কের মুখে শোনা গেল বর্তমান ভারতীয় ক্রিকেটের হাল-হকিকত।

  • প্রঃ টেস্ট সিরিজে জোড়া ব্যর্থতার পর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ড সিরিজে সম্ভাবনা

উঃ টেস্ট ম্যাচে আমাদের পারফরম্যান্স এতটা বাজে হবে তা আশা করিনি। কিন্তু সুড়ঙ্গের অন্য প্রান্তে আলোর দিশা অবশ্যই আছে। আমাদের এখন ওয়ান-ডে ম্যাচের দিকে নজর দেওয়া উচিত। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ড সিরিজ আসছে। অতীতে যা হয়েছে তা শোধরানো যাবে না। আমাদের সামনের দিকে তাকাতে হবে। সীমিত ওভারে আমাদের দল দারুণ। দারুণ সব ক্রিকেটার রয়েছে। আমরা গত দু-তিন মাসে যা হারিয়েছি সেসব ভুলে এখন সামনে যা আসছে সেদিকে মনোসংযোগ করা উচিত।

  • প্রঃ বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাটিং ব্যর্থতায় টিম ম্যানেজমেন্টের ভূমিকা

উঃ বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভালো পারফরম্যান্স করতে পারেনি। তবে ওরা অবশ্যই সেরা খেলোয়াড়। সবচেয়ে বড় ব্যাপার হল ওরা একই ভুল করে আউট হচ্ছে। আমি বুঝতে পারছি না টিম ম্যানেজমেন্ট, কোচ, ব্যাটিং কোচ ওদের কেন কিছু বলছে না। ওদের দু'জনের আউটের ধরন একইরকম। বুঝতাম যদি ওরা বিভিন্নভাবে আউট হয়েছে। তা যখন হয়নি তখন তো বলা উচিত। ধরিয়ে দেওয়া উচিত ভুলটা কোথায় হচ্ছে। ওদের দু'জনের পাশাপাশি অন্য সব ব্যাটারদের আউট একই ধরনের। ব্যাটিং বিভাগ খারাপ করলেও বোলাররা সত্যিই ভালো করেছে। ব্যাটসম্যানরা ব্যর্থ না-হলে তফাৎ কিছু ছিল না দু'দলের (ভারত ও অস্ট্রেলিয়া) মধ্যে। আমরা জিততে পারতাম।

  • প্রঃ কোচ গৌতম গম্ভীরের পারফরম্যান্স

উঃ গৌতম গম্ভীরের ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নেবে। আমি বলার কেউ নই।

  • প্রঃ ফুটবল খেলা ও অ্যাথলেটিক্সে অংশগ্রহণের নিজের অতীত অভিজ্ঞতা

উঃ অনেক বছর আগে আমি ফুটবল খেলেছি। অ্যাথলেটিক্সেও অংশ নিতাম। একশো মিটার দৌড়তাম ৷ খুব দৌড়তে পারতাম বলেই অ্যাথলেটিক্সে অংশ নিতাম। তবে ফুটবলে ভালো কিছু করার মত স্কিল আমার ছিল না।

  • প্রঃ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ের সম্ভাবনা

উঃ আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। আমাদের দলে বেশ ভালো ওয়ান-ডে খেলার ক্রিকেটার রয়েছে। আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা উচিত। আমরা অনেকদিন পরে আইসিসি ট্রফি জিতেছি। ফের জয়ের সুযোগ আমাদের রয়েছে। আশা করি জিতব।

  • প্রঃ শততম টেস্ট না খেলতে পারা

উঃ শততম টেস্ট না-খেলা নিয়ে আক্ষেপ আমার নেই। সাধারণত নিরানব্বইটি টেস্ট খেললে শততম টেস্ট খেলার সুযোগ পায় সেই ক্রিকেটার। আমার ক্ষেত্রে উপরওয়ালা সেই সুযোগ রাখেননি। নিরানব্বইটি টেস্টে আমি যা করেছি তার জন্য উপরওয়ালাকে ধন্যবাদ দিতে চাই। আমি কখনও ভাবিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করব, অধিনায়কত্ব করব। তাই যা করেছি তাতে আমি খুশি।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.