ETV Bharat / international

বাতাসে শুধুই আগুনের গোলা, দাবানলে মৃত বেড়ে 16 - LOS ANGELES WILDFIRE

দাবানলে ঘি ঢালছে বাতাস ৷ লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 16 ৷ দিন সাতেক হয়ে গেলেও আগুনের ভয়াবহতা এতটুকুও কমেনি।

LOS ANGELES WILDFIRE
ক্যালিফোর্নিয়ার দাবানল (এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2025, 10:47 PM IST

লস অ্যাঞ্জেলস, 11 জানুয়ারি: মনে হচ্ছে পুরো লস অ্যাঞ্জেলেসই যেন ভস্মীভূত হয়ে যাবে ! পরিস্থিতি এতটাই ভয়াবহ। দাবানলে পুড়ে যাওয়া লস অ্যাঞ্জেলেস শহরে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে 12 হাজার ঘরবাড়ি থেকে প্রতিষ্ঠানে। প্রচুর মানুষ ঘরছাড়া ৷ তার মধ্য়ে দিন সাতেক ধরে জ্বলতে থাকা এলাকায় বাতাসের জেরে বাড়ছে আগুনের লেলিহান শিখা ৷ সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী রবিবার (ভারতীয় সময়) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 ৷ দাবানল কবে আয়ত্বে আসবে, তা এখনও পর্যন্ত বলা প্রায় অসম্ভব বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন ক্যালিফর্নিয়ার আধিকারিকেরা। দাবানলের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এই পরিস্থিতি ক্যালিফোর্নিয়া শহরে লুটপাটের আশঙ্কাও তৈরি হয়েছে। দমকল কর্তৃপক্ষ ভয়াবহ দাবানলের তুলনায় অপর্যাপ্ত অগ্নিনির্বাপণ পরিকাঠামো নিয়েই পরিস্থিতির মোকাবিলা করছে বলে কয়েকটি সূত্রের দাবি। এখনও পর্যন্ত 1 লক্ষ 80 হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ আরও 2 লক্ষ মানুষকে শীঘ্রই ঘরছাড়া করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

তবে, দাবানলের আগুন যে গতিতে ছড়িয়ে পড়ছে এবং সামগ্রিক পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে রীতিমতো বেগ পেয়ে হচ্ছে স্থানীয় প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল কর্মীদের। প্রশাসন সূত্রে খবর, হাওয়ার বেগের কারণে সমস্যায় পড়তে হচ্ছে দমকলকর্মীদের। হাওয়ার জন্য নতুন করে আগুন ছড়িয়ে পড়ছে। গত পাঁচ দিনের অগ্নিকাণ্ডে লস অ্যাঞ্জেলেসের বাতাস ভারী হয়ে উঠেছে। দূষণ মাত্রা ছাড়িয়েছে। স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

মেল গিবসন, লেইটন মিস্টার, অ্যাডাম ব্রডি, জেমস উডস, প্য়ারিস হিলটনের মতো তারকাদের বাড়ি ভস্মীভূত হয়েছে আগুনে ৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ডেভিড বেকহ্যাম, প্রিয়াঙ্কা চোপড়ার মতো বিভিন্ন জগতের তারকারাও ৷ পাশাপাশি দাবানলের গ্রাসে অলিম্পিক্সে জেতা সমস্ত পদক হারিয়েছেন কিংবদন্তি মার্কিন সাঁতারু গ্যারি ওয়েন হল জুনিয়র

লস অ্যাঞ্জেলস, 11 জানুয়ারি: মনে হচ্ছে পুরো লস অ্যাঞ্জেলেসই যেন ভস্মীভূত হয়ে যাবে ! পরিস্থিতি এতটাই ভয়াবহ। দাবানলে পুড়ে যাওয়া লস অ্যাঞ্জেলেস শহরে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে 12 হাজার ঘরবাড়ি থেকে প্রতিষ্ঠানে। প্রচুর মানুষ ঘরছাড়া ৷ তার মধ্য়ে দিন সাতেক ধরে জ্বলতে থাকা এলাকায় বাতাসের জেরে বাড়ছে আগুনের লেলিহান শিখা ৷ সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী রবিবার (ভারতীয় সময়) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 ৷ দাবানল কবে আয়ত্বে আসবে, তা এখনও পর্যন্ত বলা প্রায় অসম্ভব বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন ক্যালিফর্নিয়ার আধিকারিকেরা। দাবানলের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এই পরিস্থিতি ক্যালিফোর্নিয়া শহরে লুটপাটের আশঙ্কাও তৈরি হয়েছে। দমকল কর্তৃপক্ষ ভয়াবহ দাবানলের তুলনায় অপর্যাপ্ত অগ্নিনির্বাপণ পরিকাঠামো নিয়েই পরিস্থিতির মোকাবিলা করছে বলে কয়েকটি সূত্রের দাবি। এখনও পর্যন্ত 1 লক্ষ 80 হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ আরও 2 লক্ষ মানুষকে শীঘ্রই ঘরছাড়া করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

তবে, দাবানলের আগুন যে গতিতে ছড়িয়ে পড়ছে এবং সামগ্রিক পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে রীতিমতো বেগ পেয়ে হচ্ছে স্থানীয় প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল কর্মীদের। প্রশাসন সূত্রে খবর, হাওয়ার বেগের কারণে সমস্যায় পড়তে হচ্ছে দমকলকর্মীদের। হাওয়ার জন্য নতুন করে আগুন ছড়িয়ে পড়ছে। গত পাঁচ দিনের অগ্নিকাণ্ডে লস অ্যাঞ্জেলেসের বাতাস ভারী হয়ে উঠেছে। দূষণ মাত্রা ছাড়িয়েছে। স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

মেল গিবসন, লেইটন মিস্টার, অ্যাডাম ব্রডি, জেমস উডস, প্য়ারিস হিলটনের মতো তারকাদের বাড়ি ভস্মীভূত হয়েছে আগুনে ৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ডেভিড বেকহ্যাম, প্রিয়াঙ্কা চোপড়ার মতো বিভিন্ন জগতের তারকারাও ৷ পাশাপাশি দাবানলের গ্রাসে অলিম্পিক্সে জেতা সমস্ত পদক হারিয়েছেন কিংবদন্তি মার্কিন সাঁতারু গ্যারি ওয়েন হল জুনিয়র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.