শেষ পুণ্যস্নানের যোগ, গঙ্গাসাগরে বিদায়ের সুর - gangasagar
🎬 Watch Now: Feature Video
পুণ্যস্নানের যোগ শেষ হতেই বাড়ির পথে পুণ্যার্থীরা । শুক্রবার সকাল ছয়টায় স্নানের যোগ শেষ হয়েছে । স্নান শেষ হতেই বিদায়ের সুর গঙ্গাসাগরে । চলতি বছরের গঙ্গাসাগরে মেলার আয়োজনের মধ্যে কোভিড-19 এর বিধিনিষেধ কড়াভাবে মানা হয়েছে । শেষ বেলায় যাঁরা স্নান করলেন তাঁরাও বলছেন, "সবার ভালো হোক।"