ভাইরাসের ভয় নেই শরীর ত্যাগী সন্যাসীদের - GANGA SAGAR
🎬 Watch Now: Feature Video
বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদুর । এই বিশ্বাসের টানেই ভারতের বিভিন্ন প্রান্তের তীর্থ ক্ষেত্রে ভিড় জমান ভক্তরা । ভগবানের দরবারে ভক্তের আবার ভয় কী? গোটা বিশ্ব যখন কোরোনার ত্রাসে থরহরিকম্প , সর্বত্যাগী নাগা সাধুরা আছেন নিজেদের মেজাজেই । তাদের ভাষায় ভাইরাস বাসা বাঁধে শরীরে , আত্মাকে ছোঁয়ার ক্ষমতা নেই ভাইরাসের ।