Madhyamik Result 2022 : ইঞ্জিনিয়র হতে চায় মাধ্যমিকের চতুর্থ স্থান অধিকারী অভিষেক - মালদা শহরের কৃষ্ণপল্লীর বাসিন্দা অভিষেক গুপ্ত
🎬 Watch Now: Feature Video
মালদা শহরের কৃষ্ণপল্লীর বাসিন্দা অভিষেক গুপ্ত ৷ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র সে ৷ এই বছর মাধ্যমিকে 690 নম্বর পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে এই পড়ুয়া ৷ আগামিদিনে ইঞ্জিনিয়র হতে চায় অভিষেক ৷ তার এই সফল্যে বাবা-মা, স্কুল শিক্ষক, গৃহশিক্ষকের যথেষ্ট অবদান রয়েছে বলে জানিয়েছে এই কৃতী ছাত্র ৷ অভিষেকের বাবা শিবশান্ত গুপ্ত স্থানীয় একটি নার্সিংহোমের কর্মী ৷ মা অনামিকা সাহা গুপ্ত প্রাইমারি স্কুলের শিক্ষক ৷ গৃহশিক্ষকের পাশাপাশি তাঁর কাছেও পড়াশোনা করত অভিষেক (Madhyamik Result 2022)৷