ETV Bharat / entertainment

পার্ণোর জন্য কি বদলাবে অনির্বাণের জীবন? আসছে পরমের 'ভোগ' - WEB SERIES BHOG

আগামী বছর মুক্তির অপেক্ষায় পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'ভোগ' ৷ মুখ্যচরিত্রে অনির্বাণ-পার্ণো ৷ সিরিজে তারকাদের প্রথম ঝলক প্রকাশ্যে ৷

Parambrata Chattopadhyay BHOG
অনির্বাণ ভট্টাচার্য ও পার্ণো মিত্র (PR Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 23, 2024, 12:56 PM IST

হায়দরাবাদ, 23 ডিসেম্বর: 'পর্ণশবরীর শাপ', 'নিকষ ছায়া'র পর ফের একবার সুপারন্যাচরাল কাহিনীর কাজে হাত দিয়েছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় ৷ সিরিজের নাম 'ভোগ' ৷ মুখ্য চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য ও পার্ণো মিত্র ৷ হইচই-এর তরফে সামনে আনা হল তারকাদের প্রথম ঝলক ৷

রূপোলি পর্দায় এর আগে পরম-অনির্বাণ কাজ করেছেন একসঙ্গে ৷ তবে এই প্রথমবার পরমের পরিচালনায় অভিনয় করবেন অনির্বাণ ৷ অভীক সরকারে জনপ্রিয় গল্প অবলম্বনে তৈরি হয়েছে সিরিজের প্রেক্ষাপট ৷ বইয়ের পাশাপাশি, অডিয়ো বুক হিসাবেও জনপ্রিয় হয়েছে অভীক সরকারের লেখা এই গল্প ৷

Parambrata Chattopadhyay
আসছে পরমব্রতর 'ভোগ' (PR handout)

সিরিজে তুলে ধরা হয়েছে, এক জন একাকী মানুষের জীবন ৷ সেই জীবন উথাল-পাথাল হয় যখন তিনি ঘরে আনেন একটি পিতলের মূর্তি ৷ সেই মূর্তির সঙ্গে কীভাবে জড়িয়ে যায় ব্যাচেলর ব্যক্তির জীবন, তা নিয়েই এগিয়েছে সিরিজের কাহিনি। যা রক্ত ঠাণ্ডা করে দেবে দর্শকদের ৷

'পর্ণশবরীর শাপ'-এর পর 'নিকষ ছায়া'র মতো অতিপ্রাকৃত সিরিজে পরিচালক হিসাবে পরমব্রতের কাজ পছন্দ হয়েছে দর্শকের । এবার টলিউডের দুই তাবড় অভিনেতার জুটি যে নতুন চমক আনতে চলেছেন, তা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন দর্শকরা ৷ পরমব্রতর সঙ্গে এই সিরিজের চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন শান্তনু মিত্র নিয়োগী।

এর আগে নির্মাতাদের তরফে সিরিজ ঘোষণার ক্ষেত্রে পরমব্রত ও অনির্বাণের ছবি সামনে আনা হয় ৷ যেখানে দেখা গিয়েছিল, দুই অভিনেতার পরনেই কালো স্যুট। পরমের হাতে ধরা বইয়ের প্রচ্ছদে লেখা 'ভোগ' এবং অনির্বাণের মাথায় টুপি। 2025 সালে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে এই সিরিজ আসবে খুব শীঘ্রই ৷ প্রসঙ্গত, বড় পর্দাতেও এই গল্প আগে দেখেছেন দর্শক ৷ রাজর্ষি দে পরিচালিত ছবির নাম ছিল 'পুর্ব, পশ্চিম, দক্ষিণ— উত্তর আসবেই'।

হায়দরাবাদ, 23 ডিসেম্বর: 'পর্ণশবরীর শাপ', 'নিকষ ছায়া'র পর ফের একবার সুপারন্যাচরাল কাহিনীর কাজে হাত দিয়েছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় ৷ সিরিজের নাম 'ভোগ' ৷ মুখ্য চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য ও পার্ণো মিত্র ৷ হইচই-এর তরফে সামনে আনা হল তারকাদের প্রথম ঝলক ৷

রূপোলি পর্দায় এর আগে পরম-অনির্বাণ কাজ করেছেন একসঙ্গে ৷ তবে এই প্রথমবার পরমের পরিচালনায় অভিনয় করবেন অনির্বাণ ৷ অভীক সরকারে জনপ্রিয় গল্প অবলম্বনে তৈরি হয়েছে সিরিজের প্রেক্ষাপট ৷ বইয়ের পাশাপাশি, অডিয়ো বুক হিসাবেও জনপ্রিয় হয়েছে অভীক সরকারের লেখা এই গল্প ৷

Parambrata Chattopadhyay
আসছে পরমব্রতর 'ভোগ' (PR handout)

সিরিজে তুলে ধরা হয়েছে, এক জন একাকী মানুষের জীবন ৷ সেই জীবন উথাল-পাথাল হয় যখন তিনি ঘরে আনেন একটি পিতলের মূর্তি ৷ সেই মূর্তির সঙ্গে কীভাবে জড়িয়ে যায় ব্যাচেলর ব্যক্তির জীবন, তা নিয়েই এগিয়েছে সিরিজের কাহিনি। যা রক্ত ঠাণ্ডা করে দেবে দর্শকদের ৷

'পর্ণশবরীর শাপ'-এর পর 'নিকষ ছায়া'র মতো অতিপ্রাকৃত সিরিজে পরিচালক হিসাবে পরমব্রতের কাজ পছন্দ হয়েছে দর্শকের । এবার টলিউডের দুই তাবড় অভিনেতার জুটি যে নতুন চমক আনতে চলেছেন, তা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন দর্শকরা ৷ পরমব্রতর সঙ্গে এই সিরিজের চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন শান্তনু মিত্র নিয়োগী।

এর আগে নির্মাতাদের তরফে সিরিজ ঘোষণার ক্ষেত্রে পরমব্রত ও অনির্বাণের ছবি সামনে আনা হয় ৷ যেখানে দেখা গিয়েছিল, দুই অভিনেতার পরনেই কালো স্যুট। পরমের হাতে ধরা বইয়ের প্রচ্ছদে লেখা 'ভোগ' এবং অনির্বাণের মাথায় টুপি। 2025 সালে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে এই সিরিজ আসবে খুব শীঘ্রই ৷ প্রসঙ্গত, বড় পর্দাতেও এই গল্প আগে দেখেছেন দর্শক ৷ রাজর্ষি দে পরিচালিত ছবির নাম ছিল 'পুর্ব, পশ্চিম, দক্ষিণ— উত্তর আসবেই'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.