AMC Election 2022 : আসানসোলে বিজেপি প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল - Tmc is accused of beating a BJP candidate of 15 no ward in asansol municipal corporation
🎬 Watch Now: Feature Video
আসানসোল পৌরনিগমের (AMC Election 2022) 15 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী আদর্শ শর্মাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । 15 নম্বর ওয়ার্ডের লালবাংলা স্কুলে বুথ দখলের খবর পেয়ে সেখানে যেতেই একদল তৃণমূল কর্মী তাঁর উপর ঝাপিয়ে পড়ে তাঁর মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ বিজেপি প্রার্থীর (TMC is Accused of Beating a BJP Candidate) । তাঁর স্কুটি কেড়ে নেওয়ার পাশাপাশি তাঁর ভাইয়ের মোবাইলও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন আদর্শ শর্মা । যদিও সব অভিযোগ অস্বীকার করে ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শ্যাম সরেন বলেন,"আমাদের ওয়ার্ডের ইতিহাসে নেই কখনও বুথ দখলের কথা । ওরা নিশ্চিত পরাজয় জেনে নাটক করছে । মাথা কীভাবে ফাটল বলতে পারব না ।"
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST