কলকাতা, 7 জানুয়ারি: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআইয়ের নয়া সওয়াল । এই ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র ও তথ্যপ্রমাণ লোপাটের যে অভিযোগ রয়েছে, এবার সেগুলির তদন্ত করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এ ব্যাপারে আজ তারা শিয়ালদা আদালতে আবেদন জানালেও আদালত সেই আবেদন আপাতত খারিজ করে দিয়েছে ৷ বিচারকের যুক্তি, যেহেতু আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই এখনও অন্তর্বর্তী চার্জশিটই জমা দেয়নি, তাই এই আবেদন অর্থহীন ৷
গত বছর 9 অগস্ট আরজি কর হাসপাতালে চারতলার সেমিনার হলে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আর্জি এর আগেই জানিয়েছে সিবিআই । সিবিআইয়ের চার্জশিটে এই ঘটনায় অভিযুক্ত হিসেবে শুধুমাত্র তাঁরই নাম ছিল । এই নারকীয় অত্যাচারের ঘটনায় 90 দিনের মধ্যেও অন্তর্বর্তী চার্জশিট দিতে না-পারায়, ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়ে গিয়েছেন আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার শিয়ালদা অদালতে এই মামলায় ফাইনাল ক্লোজিং সাবমিশন দিয়েছে সিবিআই । এই ঘটনায় প্রশ্ন উঠেছে যে, আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই তদন্ত কি তাহলে শেষ হয়ে গিয়েছে ? তবে তদন্ত যে শেষ হয়নি, তা এদিন স্পষ্ট হয়েছে সিবিআইয়ের সওয়ালে ৷
এই ঘটনায় আজ শিয়ালদার ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অনির্বাণ দাসের এজলাসে সিবিআই জানিয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় তথ্যপ্রমাণ লোপাট, বৃহত্তর ষড়যন্ত্র ও তা ধামাচাপা দেওয়ার চেষ্টা-সহ যে একাধিক অভিযোগ রয়েছে, এবার সেগুলির তদন্ত করতে চায় তারা । সিবিআইয়ের তরফে জানানো হয় যে, তারা এখন এই বিষয়গুলি নিয়ে তদন্তের জন্য ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা করছে ।
সঞ্জয় রায়ের বিরুদ্ধে এই ঘটনায় যাবতীয় তথ্যপ্রমাণ আদালতে জমা করেছে সিবিআই । কিন্তু এবার আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় ষড়যন্ত্র ও তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তদন্তের জন্য সময়সীমা আরও কিছুদিন বাড়ানোর আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।