ETV Bharat / technology

খেলা হবে! আইফোনের সঙ্গে প্রতিযোগিতায় স্যামসাং - SAMSUNG GALAXY S25 SERIES

স্যামসাং 22 জানুয়ারি লঞ্চ করতে চলেছে Galaxy S25 সিরিজ ৷ এই সিরিজে রয়েছে Galaxy S25, Galaxy S25+ এবং Galaxy S25 Ultra ৷

Samsung Galaxy Unpacked 2025 Event
আগামী 22 জানুয়ারি Samsung Galaxy লঞ্চ করবে (ছবি Samsung India)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 7, 2025, 3:41 PM IST

হায়দরাবাদ: সাউথ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, Galaxy Unpacked ইভেন্ট চলতি মাসে অনুষ্ঠিত হতে চলেছে । এই ইভেন্টে Samsung Galaxy S25 সিরিজ লঞ্চ করবে । 22 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সানজোসে আয়োজিত হবে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট । এই সিরিজের তিনটি স্মার্টফোন লঞ্চ করবে Samsung। যার মধ্যে রয়েছে Galaxy S25, Galaxy S25+ এবং Galaxy S25 Ultra ৷ একপ্রকার আইফোনের সঙ্গে জোর কদমে পাল্লা Samsung-এর ৷

45 শতাংশেরও বেশি ডিসকাউন্টে মিলছে Samsung Galaxy S23 Ultra

নতুন এই ডিভাইসগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা AI-এর আসবে । Galaxy AI এর নতুন সংস্করণ স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে এক অন্য অভিজ্ঞতার সঞ্চয় করবে । কোম্পানির তরফে উল্লেখ করা হয়েছে, Galaxy S সিরিজ AI এর জগতে একটি নতুন মাইলফলক সৃষ্টি করতে চলেছে । Samsung.com, Samsung Newsroom এবং Samsung এর YouTube চ্যানেলে লাইভ স্ট্রিম ইভেন্টটি দেখতে পারবেন । অনুষ্ঠানটি শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে 10 টায় শুরু হবে ৷

বাজেটের মধ্যে 50MP ডুয়েল ক্যামেরা এবং 6.88 ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোন

কি ভাবে বুুক করবেন: লঞ্চে আগে দাম ঘোষণা না করলেও, যারা Samsung Galaxy S25 লঞ্চের দিনই পেতে চান তাঁরা টোকেন মানি দিয়ে বুক করতে পারবেন ৷ জানা গিয়েছে, স্যামসাং ইন্ডিয়া স্টোর থেকে এটি কিনতে পারবেন গ্রাহকরা ৷ 5000 টাকা ভিআইপি পাসের মাধ্যমে প্রি-রিজার্ভ বুকিং করতে পারবেন । যার মধ্যে 1,999 টাকা ফেরত পাবেন গ্রাহকরা ৷ যাতে লঞ্চের দিনই ডিভাইসটি হাতে পেতে পারেন ৷ এছাড়াও স্যামাসং 'গিভ অ্যাওয়ে' নামে একটি ইভেন্টের আয়োজন করে ৷ যেখানে বেশ কিছু গ্রাহককে উপহার দেয় ৷ যার মূল্য 50 হাজার টাকা ৷ এই ইভেন্টে অংশ গ্রহণ করতে পারবেন ৷

Samsung Galaxy S25 সিরিজে কি আছে: Samsung Galaxy S25 সিরিজ নিয়ে ইতিমধ্যেই টেক স্যাভিদের মধ্যে জল্পনা সৃ্ষ্টি হয়ে । এই সিরিজের স্মার্টফোন আইফোনের সঙ্গে অনায়াসেই পাল্লা দিতে পারবে ৷ এবার জেনে যাক নতুন Samsung Galaxy S25 সিরিজের বিশেষত্ত্ব ৷

  • এতে Android 15 অপারেটিং সিস্টেম-সহ Samsung এর One UI 6.0 প্রসেসর থাকতে পারে
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 বা একটি শক্তিশালী এক্সিনোস চিপসেট থাকতে পারে
  • S25 এবং S25+ এ একটি AMOLED ডিসপ্লে থাকবে, এর রিফ্রেশ রেট 120Hz বা তার বেশি হতে পারে
  • S25 স্ক্রিন বেশ বড়, কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে । রিফ্রেশ রেট এবং উজ্জ্বলতা আগের থেকে বেশি হবে
  • S25 এবং S25+ এর তিনটি ক্যামেরা রয়েছে ৷ কম আলোতেও দুর্দান্ত ছবি এবং ভিডিয়ো রেকর্ড করা যাবে
  • S25 Ultra-এ 200MP প্রাইমারি ক্যামেরা থাকতে পারে
  • এতে অনেক AI ফিচারও রয়েছে
  • খুব দ্রুত চার্জে সক্ষম

গভীর জলের স্মার্টফোন! ঝকঝকে ছবি উঠবে আবার নষ্ট হবে না ডিভাইস

হায়দরাবাদ: সাউথ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, Galaxy Unpacked ইভেন্ট চলতি মাসে অনুষ্ঠিত হতে চলেছে । এই ইভেন্টে Samsung Galaxy S25 সিরিজ লঞ্চ করবে । 22 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সানজোসে আয়োজিত হবে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট । এই সিরিজের তিনটি স্মার্টফোন লঞ্চ করবে Samsung। যার মধ্যে রয়েছে Galaxy S25, Galaxy S25+ এবং Galaxy S25 Ultra ৷ একপ্রকার আইফোনের সঙ্গে জোর কদমে পাল্লা Samsung-এর ৷

45 শতাংশেরও বেশি ডিসকাউন্টে মিলছে Samsung Galaxy S23 Ultra

নতুন এই ডিভাইসগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা AI-এর আসবে । Galaxy AI এর নতুন সংস্করণ স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে এক অন্য অভিজ্ঞতার সঞ্চয় করবে । কোম্পানির তরফে উল্লেখ করা হয়েছে, Galaxy S সিরিজ AI এর জগতে একটি নতুন মাইলফলক সৃষ্টি করতে চলেছে । Samsung.com, Samsung Newsroom এবং Samsung এর YouTube চ্যানেলে লাইভ স্ট্রিম ইভেন্টটি দেখতে পারবেন । অনুষ্ঠানটি শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে 10 টায় শুরু হবে ৷

বাজেটের মধ্যে 50MP ডুয়েল ক্যামেরা এবং 6.88 ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোন

কি ভাবে বুুক করবেন: লঞ্চে আগে দাম ঘোষণা না করলেও, যারা Samsung Galaxy S25 লঞ্চের দিনই পেতে চান তাঁরা টোকেন মানি দিয়ে বুক করতে পারবেন ৷ জানা গিয়েছে, স্যামসাং ইন্ডিয়া স্টোর থেকে এটি কিনতে পারবেন গ্রাহকরা ৷ 5000 টাকা ভিআইপি পাসের মাধ্যমে প্রি-রিজার্ভ বুকিং করতে পারবেন । যার মধ্যে 1,999 টাকা ফেরত পাবেন গ্রাহকরা ৷ যাতে লঞ্চের দিনই ডিভাইসটি হাতে পেতে পারেন ৷ এছাড়াও স্যামাসং 'গিভ অ্যাওয়ে' নামে একটি ইভেন্টের আয়োজন করে ৷ যেখানে বেশ কিছু গ্রাহককে উপহার দেয় ৷ যার মূল্য 50 হাজার টাকা ৷ এই ইভেন্টে অংশ গ্রহণ করতে পারবেন ৷

Samsung Galaxy S25 সিরিজে কি আছে: Samsung Galaxy S25 সিরিজ নিয়ে ইতিমধ্যেই টেক স্যাভিদের মধ্যে জল্পনা সৃ্ষ্টি হয়ে । এই সিরিজের স্মার্টফোন আইফোনের সঙ্গে অনায়াসেই পাল্লা দিতে পারবে ৷ এবার জেনে যাক নতুন Samsung Galaxy S25 সিরিজের বিশেষত্ত্ব ৷

  • এতে Android 15 অপারেটিং সিস্টেম-সহ Samsung এর One UI 6.0 প্রসেসর থাকতে পারে
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 বা একটি শক্তিশালী এক্সিনোস চিপসেট থাকতে পারে
  • S25 এবং S25+ এ একটি AMOLED ডিসপ্লে থাকবে, এর রিফ্রেশ রেট 120Hz বা তার বেশি হতে পারে
  • S25 স্ক্রিন বেশ বড়, কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে । রিফ্রেশ রেট এবং উজ্জ্বলতা আগের থেকে বেশি হবে
  • S25 এবং S25+ এর তিনটি ক্যামেরা রয়েছে ৷ কম আলোতেও দুর্দান্ত ছবি এবং ভিডিয়ো রেকর্ড করা যাবে
  • S25 Ultra-এ 200MP প্রাইমারি ক্যামেরা থাকতে পারে
  • এতে অনেক AI ফিচারও রয়েছে
  • খুব দ্রুত চার্জে সক্ষম

গভীর জলের স্মার্টফোন! ঝকঝকে ছবি উঠবে আবার নষ্ট হবে না ডিভাইস

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.