বাইক বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার যুবক - বাইক বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার যুবক
🎬 Watch Now: Feature Video
অনলাইন অ্যাপের মাধ্যমে বাইক বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার শিকার সুভাষগ্রামের এক যুবক ৷ নাম কেশব দত্ত ৷ অনলাইনে তিনি বাইক বিক্রির বিজ্ঞাপন দেন ৷ সেইমতো তাঁর সাথে যোগাযোগ করে দুই যুবক ৷ শুক্রবার বিকেলে তারা বাইক দেখার জন্য গড়িয়া এলাকায় দেখা করতে বলে ৷ সেখানে কথাবার্তায় বাইকের দাম 48 হাজার টাকা স্থির হয় ৷ 20 হাজার টাকা তাদের কাছেই আছে বলে জানায় তারা ৷ বাকি টাকা বাড়ি থেকে নিতে হবে বলে একসাথে তিনজনে মিলে বাইকে উঠে রওনা দেয় ৷ রাজপুর রথতলা এলাকায় বাইকে কিছু সমস্যা আছে বলে কেশবকে নামতে বলে ৷ তারপরেই তারা বাইক নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় ৷ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের প্রতারিত যুবকের ৷ তদন্তে পুলিশ ৷