"12 বছর ফিরিয়ে দাও", প্রেমিকার বাড়ির সামনে ধরনা যুবকের - প্রেমে প্রত্যাক্ষ্যাত হয়ে ধরনা
🎬 Watch Now: Feature Video
12 বছর ধরে সম্পর্ক থাকার পরও বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার বাড়ির সামনে রাস্তার উপর ধরনায় বসলেন যুবক ৷ বিয়ে না করা পর্যন্ত তিনি এই ধরনা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৷ প্রথমে প্রেমিকার বাড়ির সামনে বসলেও পুলিশ তা জানতে পেরে এসে তুলে দেয় ৷ তারপর গড়িয়া স্টেশন সংলগ্ন রাস্তায় এসে ধরনায় বসেন গোড়াগাছার যুবক বাবু মণ্ডল ৷ গতকাল থেকে একটানা ধরনার ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷ এই ঘটনায় অবশ্য প্রকাশ্যে কিছু বলতে রাজি হননি প্রেমিকা ও তাঁর পরিবার ৷ তবে তাঁরা বিষয়টি পুলিশকে জানিয়েছেন ৷