ETV Bharat / bharat

VIDEO: রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন ! ঘটনাস্থলে দমকলের 32টি ইঞ্জিন - FIRE AT CHEMICAL FACTORY

রবিবার ভোর সাড়ে 3টে নাগাদ কারখানায় আগুন লাগে । আগুন লাগার পর একাধিক বিস্ফোরণ হয় কারখানার ভিতরে ৷ দৌড়ে কোনও রকমে প্রাণে বেঁচেছেন কর্মীরা ৷

Massive Fire Breaks Out at Chemical Factory
রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jan 12, 2025, 12:23 PM IST

নয়ডা (উত্তরপ্রদেশ), 12 জানুয়ারি: গ্রেটার নয়ডার বাদলপুর এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের প্রায় 32টি ইঞ্জিন ৷ জানা গিয়েছে, এদিন হঠাৎই বিস্ফোরণ হয়, তারপরেই কারখানায় আগুন লেগে যায় । আগুন লাগার পর একাধিক বিস্ফোরণ হয় কারখানার ভিতরে ৷ ফলে দৌড়ে পালিয়ে কোনও রকমে প্রাণে বেঁচেছেন কর্মীরা ৷

আগুন লাগার পরেই পুলিশ ও দমকলে খবর দেওয়া হয় । কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা । যদিও ততক্ষণে কারখানার অনেকটাই আগুনের গ্রাসে চলে গিয়েছে ৷ জানা গিয়েছে, রবিবার ভোররাত সাড়ে 3টে নাগাদ কারখানায় আগুন লাগে । রাসায়নিক কারখানাটি বাদলপুর থানা এলাকার দুজানা গ্রামের কাছে একটি আবাসিক এলাকায় অবস্থিত ।

রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন ! (ইটিভি ভারত)

আগুন লাগার পর রাসায়নিক কারখানার ভেতরে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে । ফলে কোনও রকমে দৌড়ে পালান কর্মীরা ৷ আশেপাশের মানুষও আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন । শুধু তাই নয়, কারখানার কাছের একটি ঘরে 25টি গরু ছিল । জেসিবির সাহায্যে দেয়াল ভেঙে সেগুলিকে বের করে আনা হয়েছে ।

পুলিশের ডেপুটি কমিশনার শক্তি মোহন অবস্থি বলেন, ‘‘বাদলপুর থানা এলাকার দুজানা রোডে অবস্থিত শ্রী বাঁকে রাসায়নিক কারখানায় আগুন লাগার খবর পেয়েছি । তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছে ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু করেছেন । বর্তমানে আগুন নেভানোর জন্য দু’ডজনেরও বেশি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে । দমকল কর্মীরা নিরলসভাবে আগুন নেভানোর কাজ করছেন ৷ যদিও এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷’’

আরও পড়ুন

নয়ডা (উত্তরপ্রদেশ), 12 জানুয়ারি: গ্রেটার নয়ডার বাদলপুর এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের প্রায় 32টি ইঞ্জিন ৷ জানা গিয়েছে, এদিন হঠাৎই বিস্ফোরণ হয়, তারপরেই কারখানায় আগুন লেগে যায় । আগুন লাগার পর একাধিক বিস্ফোরণ হয় কারখানার ভিতরে ৷ ফলে দৌড়ে পালিয়ে কোনও রকমে প্রাণে বেঁচেছেন কর্মীরা ৷

আগুন লাগার পরেই পুলিশ ও দমকলে খবর দেওয়া হয় । কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা । যদিও ততক্ষণে কারখানার অনেকটাই আগুনের গ্রাসে চলে গিয়েছে ৷ জানা গিয়েছে, রবিবার ভোররাত সাড়ে 3টে নাগাদ কারখানায় আগুন লাগে । রাসায়নিক কারখানাটি বাদলপুর থানা এলাকার দুজানা গ্রামের কাছে একটি আবাসিক এলাকায় অবস্থিত ।

রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন ! (ইটিভি ভারত)

আগুন লাগার পর রাসায়নিক কারখানার ভেতরে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে । ফলে কোনও রকমে দৌড়ে পালান কর্মীরা ৷ আশেপাশের মানুষও আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন । শুধু তাই নয়, কারখানার কাছের একটি ঘরে 25টি গরু ছিল । জেসিবির সাহায্যে দেয়াল ভেঙে সেগুলিকে বের করে আনা হয়েছে ।

পুলিশের ডেপুটি কমিশনার শক্তি মোহন অবস্থি বলেন, ‘‘বাদলপুর থানা এলাকার দুজানা রোডে অবস্থিত শ্রী বাঁকে রাসায়নিক কারখানায় আগুন লাগার খবর পেয়েছি । তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছে ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু করেছেন । বর্তমানে আগুন নেভানোর জন্য দু’ডজনেরও বেশি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে । দমকল কর্মীরা নিরলসভাবে আগুন নেভানোর কাজ করছেন ৷ যদিও এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷’’

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.