ঢাকা, 12 জানুয়ারি: রাজনৈতিক বা আইনে চাপে পড়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনুসের মামলায় হাইকোর্টের রায়কে বহাল রেখে এমনটাই জানাল বাংলাদেশের সুপ্রিম কোর্ট ৷
মহম্মদ ইউনুসের সংস্থা 'গ্রামীণ টেলিকম'এর বিরুদ্ধে বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে ৷ সংস্থার চেয়ারম্যান থাকাকালীন 2019 সালে বেআইনি ভাবে কাজ চালানোর জন্য মহম্মদ ইউনুসের বিরুদ্ধে 5টি মামলা দায়ের করা হয় । মামলা খারিজের আবেদন জানিয়ে 2020 সালে বাংলাদেশের হাইকোর্টে আরজি জানান ইউনুস ৷ এরপর আদালতের তরফে রায় ঘোষণা করা হয় ৷
মামলার শেষ শুনানিতে গত বছরের 24 অক্টোবর মহম্মদ ইউনুসের বিরুদ্ধে 5টি মামলা খারিজ করে দেয় ঢাকা হাইকোর্ট ৷ সরকারের তরফে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় ৷ এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সে দেশের শীর্ষ আদালতে মামলা করা হয় ৷
বাংলাদেশের এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারপতি মহম্মদ আশফাকুল ইসলামের 3 সদস্যের ডিভিশন বেঞ্চে ডিসেম্বর মাসে মামলার শুনানি হয় ৷ শুনানিতে ঢাকা আদালতের রায়কেই বহাল রেখেছে শীর্ষ আদালত ৷ রায়ের পর বিষয়টি নিয়ে সে দেশে জোর জল্পনা শুরু হয় ৷ এই আবহে সম্প্রতি শুনানির পুরো রিপোর্টটি প্রকাশ করা হয় শীর্ষ আদালতের তরফে ৷
উল্লেখ্য, 1983 সালে অলাভজনক সংস্থা গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ৷ সে দেশের শ্রম আইন অনুযায়ী,সংস্থার কর্মীদের কল্যাণমূলক তহবিল করতে হয় ৷ কিন্তু, গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে অভিযোগ সংস্থায় তহবিলের কোনও ব্যবস্থা ছিল না ৷ এই প্রসঙ্গে ইউনুসের ব্যাখ্যা ছিল অলাভজনক সংস্থা হওয়ায় তহবিলের এই নিয়ম মানা হয়নি ৷