আসানসোল থেকে নিষিদ্ধ বস্তু পুলিশ পাহারায় কোন ঠিকানায় যায়: সুজন - illegal goods come to Kolkata

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 27, 2019, 6:01 PM IST

পূর্ব বর্ধমানের সভা থেকে গতকাল মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন, জেলার পুলিশ কলকাতায় কাকে দেওয়ার জন্য টাকা তোলে ? সঙ্গে রাজ্য পুলিশের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে প্রশ্ন করেন, "তোমরা চাও না কি সুরজিৎ?" তাঁর এই মন্তব্যের পর সরব হয়েছে বিরোধীরা ৷ আর এনিয়ে আজ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন CPI(M) বিধায়ক সুজন চক্রবর্তী ৷ বলেন, যেটা দেশশুদ্ধ লোক জানে তা মুখ্যমন্ত্রী জানেন না ৷ তিনি বলেন, "প্রতিদিন আসানসোল বেল্ট থেকে, কয়লা এলাকা থেকে গাড়ি পুলিশ পাহারায় রোজ রাতে কোথায় যায় ৷ পুলিশ জানে না ৷ কোন ঠিকানায় যায় ৷ এগুলো মুখ্যমন্ত্রী জানেন না ৷ পুলিশের পাহারায় কোন নিষিদ্ধ বস্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে৷ মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করছেন ৷ এমন ভাব যে কিছুই জানতেন না ৷ লোকে হাস্যকর বলবে ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.