ETV Bharat / entertainment

নিজামের শহরে সিনেমার উৎসব, শুরু হচ্ছে তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল - TELANGANA BENGALI FILM

শুরু হচ্ছে তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল-আয়না 2025 ৷ সেরা আটটি বাংলা সিনেমা এবার বেছে নেওয়া হয়েছে এই চলচ্চিত্র উৎসবের জন্য ৷

Telangana Bengali Film Festival 2025
শুরু হচ্ছে তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল-আয়না 2025 (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 18, 2025, 12:35 PM IST

হায়দরাবাদ, 18 জানুয়ারি: নিজামের শহরে বসতে চলেছে সিনেমার আসর ৷ শুরু হচ্ছে তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল-আয়না 2025 ৷ হায়দরাবাদে বসে দেখা যাবে বাংলার জনপ্রিয় বেশ কিছু সিনেমা ৷ বাঞ্জারা হিলসের প্রসাদ ল্যাবে 7 ফেব্রুয়ারি শুরু হবে এই ফেস্টিভ্যাল ৷ চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ অনুষ্ঠানের কো-অর্ডিনেটর শ্যামলী বোস বলেন, "বুম্বা দা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায় এখানকার বাঙালি সমিতির তরফে সিনেমার উৎসবের যাত্রা শুরু হয় ৷ এবার সপ্তম বর্ষ ৷"

তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে আটটা বাংলা সিনেমা দেখানো হবে ৷ তার মধ্যে রয়েছে, 'নানা হে', 'মানিকবাবুর মেঘ', 'ডিপ ফ্রিজ', 'দোআঁশ', 'পদাতিক', 'চালচিত্র', 'এটা আমাদের গল্প' ও 'পদাতিক' ৷ পাশাপাশি, বিশেষ কিছু তেলেগু সিনেমাও দেখানো হবে ৷ চলতি বছর স্বনামধন্য পরিচালক শ্যাম বেনেগালকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে শুরু হবে চলচ্চিত্র উৎসব ৷ শ্যামলী বলেন, "সব মিলিয়ে 12টা সিনেমা থাকছে এবার ৷ ফেস্টিভ্যালে আসছেন অভিনেতা টোটা রায়চৌধুরী, পরিচালক মানসী সিনহা, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, অভিনেত্রী শ্রীতমা দে, অভিনেত্রী মনামী ঘোষ, অভিনেতা চন্দন সেনও আসছেন ৷"

অন্যদিকে তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হবেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও ৷ শ্যামলী জানান, এই নিয়ে দ্বিতীয়বার আবির সিনেমার এই উৎসবে সামিল হবেন ৷ অর্জুন দত্ত পরিচালিত 'ডিপফ্রিজ' সিনেমা দেখানো হবে চলচ্চিত্র উৎসবে ৷ এই সিনেমা এখনও পর্যন্ত বাংলায় মুক্তি পায়নি ৷ তবে একাধিক জায়গায় ইতিমধ্যেই সম্মানিত হয়েছে এই ছবি ৷ ফলে আবির-তনুশ্রী অভিনীত 'ডিপফ্রিজ' উৎসবের আরও এক বড় আকর্ষণ বলাই যায় ৷

শ্যামলী আরও বলেন, "প্রত্যেক বছর আমরা করি চেষ্টা ওয়ার্ল্ড প্রিমিয়ার রাখার ৷ এইবার সেই তালিকায় থাকছে 'নানা হে' ৷ ঐতিহাসিক গম্ভীরা নাচ আজ হারানোর পথে ৷ বাংলার সেই সংস্কৃতি পুনরায় ফিরিয়ে আনার গল্প বলে এই ছবি ৷ একদম অন্য ধরনের সিনেমা দর্শকদের ভালো লাগবে আশা করি ৷"

পশ্চিমবঙ্গের মালদা জেলায় হিন্দু সমাজে এই গম্ভীরা গানের উৎপত্তি ৷ গম্ভীরা নাচ মালদা জেলা জুড়ে চৈত্র সংক্রান্তির উৎসবের সময় প্রদর্শিত হয় ৷ সেই হারিয়ে যাওয়া শিল্পকে কেন্দ্র করে সিনেমা তৈরি করেছেন অঞ্জনাভ রায় ৷ অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, সৌরভ দাস, শ্রীতমা দে, বিমল গিরি প্রমুখ ৷

অন্যদিকে, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক' বা মানসী সিনহা পরিচালিত 'এটা আমাদের গল্প' বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ এবার হায়দরাবাদেও যেসকল বাঙালি বাংলা সিনেমা ভালোবাসেন তাদের জন্যও থাকছে একাধিক সিনে চমক ৷ পাশাপাশি থাকছে তারকাদের সঙ্গে মুহূর্ত ভাগ করার বিশেষ সুযোগ ৷

হায়দরাবাদ, 18 জানুয়ারি: নিজামের শহরে বসতে চলেছে সিনেমার আসর ৷ শুরু হচ্ছে তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল-আয়না 2025 ৷ হায়দরাবাদে বসে দেখা যাবে বাংলার জনপ্রিয় বেশ কিছু সিনেমা ৷ বাঞ্জারা হিলসের প্রসাদ ল্যাবে 7 ফেব্রুয়ারি শুরু হবে এই ফেস্টিভ্যাল ৷ চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ অনুষ্ঠানের কো-অর্ডিনেটর শ্যামলী বোস বলেন, "বুম্বা দা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায় এখানকার বাঙালি সমিতির তরফে সিনেমার উৎসবের যাত্রা শুরু হয় ৷ এবার সপ্তম বর্ষ ৷"

তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে আটটা বাংলা সিনেমা দেখানো হবে ৷ তার মধ্যে রয়েছে, 'নানা হে', 'মানিকবাবুর মেঘ', 'ডিপ ফ্রিজ', 'দোআঁশ', 'পদাতিক', 'চালচিত্র', 'এটা আমাদের গল্প' ও 'পদাতিক' ৷ পাশাপাশি, বিশেষ কিছু তেলেগু সিনেমাও দেখানো হবে ৷ চলতি বছর স্বনামধন্য পরিচালক শ্যাম বেনেগালকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে শুরু হবে চলচ্চিত্র উৎসব ৷ শ্যামলী বলেন, "সব মিলিয়ে 12টা সিনেমা থাকছে এবার ৷ ফেস্টিভ্যালে আসছেন অভিনেতা টোটা রায়চৌধুরী, পরিচালক মানসী সিনহা, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, অভিনেত্রী শ্রীতমা দে, অভিনেত্রী মনামী ঘোষ, অভিনেতা চন্দন সেনও আসছেন ৷"

অন্যদিকে তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হবেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও ৷ শ্যামলী জানান, এই নিয়ে দ্বিতীয়বার আবির সিনেমার এই উৎসবে সামিল হবেন ৷ অর্জুন দত্ত পরিচালিত 'ডিপফ্রিজ' সিনেমা দেখানো হবে চলচ্চিত্র উৎসবে ৷ এই সিনেমা এখনও পর্যন্ত বাংলায় মুক্তি পায়নি ৷ তবে একাধিক জায়গায় ইতিমধ্যেই সম্মানিত হয়েছে এই ছবি ৷ ফলে আবির-তনুশ্রী অভিনীত 'ডিপফ্রিজ' উৎসবের আরও এক বড় আকর্ষণ বলাই যায় ৷

শ্যামলী আরও বলেন, "প্রত্যেক বছর আমরা করি চেষ্টা ওয়ার্ল্ড প্রিমিয়ার রাখার ৷ এইবার সেই তালিকায় থাকছে 'নানা হে' ৷ ঐতিহাসিক গম্ভীরা নাচ আজ হারানোর পথে ৷ বাংলার সেই সংস্কৃতি পুনরায় ফিরিয়ে আনার গল্প বলে এই ছবি ৷ একদম অন্য ধরনের সিনেমা দর্শকদের ভালো লাগবে আশা করি ৷"

পশ্চিমবঙ্গের মালদা জেলায় হিন্দু সমাজে এই গম্ভীরা গানের উৎপত্তি ৷ গম্ভীরা নাচ মালদা জেলা জুড়ে চৈত্র সংক্রান্তির উৎসবের সময় প্রদর্শিত হয় ৷ সেই হারিয়ে যাওয়া শিল্পকে কেন্দ্র করে সিনেমা তৈরি করেছেন অঞ্জনাভ রায় ৷ অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, সৌরভ দাস, শ্রীতমা দে, বিমল গিরি প্রমুখ ৷

অন্যদিকে, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক' বা মানসী সিনহা পরিচালিত 'এটা আমাদের গল্প' বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ এবার হায়দরাবাদেও যেসকল বাঙালি বাংলা সিনেমা ভালোবাসেন তাদের জন্যও থাকছে একাধিক সিনে চমক ৷ পাশাপাশি থাকছে তারকাদের সঙ্গে মুহূর্ত ভাগ করার বিশেষ সুযোগ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.