"2017 থেকে খেলা আরম্ভ হয়ে গিয়েছে", ব্যাটে-বলে অনুব্রত - ব্যাটে বলে অনুব্রত মণ্ডল
🎬 Watch Now: Feature Video
ব্যাট হাতে পিচে নামতে দেখা গেল বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে । চলতি সপ্তাহের শুরুতে, সোমবার জেলা তৃণমূল স্পোর্টস সেলের তরফে তিন দিনের একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল । ওই টুর্নামেন্টের শেষ দিন ছিল গতকাল । সেই ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বোলপুরের সাংসদ অসিত মাল, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ । এদিন অনুব্রত মণ্ডল বলেন, "2017 সালে খেলা আরম্ভ করেছিলাম শিবপুরের মাঠে ।"