যে পীরজ়াদারা রাজনীতি করে তারা মুসলমান জাতির কুলাঙ্গার, আব্বাসকে তোপ গিয়াস মোল্লার - গিয়াস মোল্লা
🎬 Watch Now: Feature Video
আব্বাস সিদ্দিকির নাম না করে তাঁকে কুলাঙ্গার বললেন মগরাহাট পশ্চিমের বিধায়ক তথা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গিয়াস মোল্লা ৷ তাঁর কথায়, "পীরজ়াদারা কখনও রাজনীতি করে না ৷ যে সমস্ত পীরজাদা রাজনীতি করে, আমি মনে করি তাঁরা মুসলমান জাতির কুলাঙ্গার ।" বিজেপি ও আব্বাস সিদ্দিকিকে আক্রমণ করে গিয়াস মোল্লা আরও বলেন, "ভোট এলে বিজেপি লাখ লাখ টাকা খরচ করে মুসলমানদের ভোট কেনার চেষ্টা করে । বাংলা-বিহার-ওড়িশার স্বাধীন নবাব ছিলেন সিরাজদৌল্লা । তাঁর সঙ্গেও মীরজ়াফরগিরি করা হয়েছিল । আজকের সমাজেও কিছু মীরজ়াফর আছে ৷ তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে । কিন্তু বাংলার জনগণ অতর্কিত প্রহরির মতো আমাদের সঙ্গেই থাকবে ।"
Last Updated : Feb 24, 2021, 10:18 PM IST