"সৌমেন্দু-দিব্যেন্দুর দাদা হয়ে থাকাই ভালো ", শুভেন্দুকে খোঁচা মদনের - assembly election 2021
🎬 Watch Now: Feature Video
"প্রধানমন্ত্রী যার কাঁধে হাত রাখেন, সেই ডুবে যায় । যেমন ডোনাল্ড ট্রাম্প । আবার দিলীপ ঘোষ কথায় কথায় বলেন, নরেন্দ্র মোদি অমর রহে । কিন্তু কিছুদিন পর হলদিয়া থেকে উচ্চারিত হবে রাম-নাম সত্য হে ।" চাঁচাছোলা ভাষায় নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মদন মিত্র । তাঁর আরও সংযোজন," বাংলা তৈরি । তৃতীয়বারের জন্যও মমতা জিতবে ।" শুভেন্দু প্রসঙ্গে তাঁর মন্তব্য, "সৌমেন্দু-দিব্যেন্দুর দাদা হয়ে থাকাই ভালো । বাংলায় দাদাগিরি বেশি না করাই ভালো । " পূর্ব মেদিনীপুর থেকে দুটি রুটের বাস উদ্বোধনে গিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী মদন মিত্র ।