নেতাজিকে নিয়ে অবশ্যই রাজনীতি করব : দিলীপ
🎬 Watch Now: Feature Video
"রাজনীতিক নেতাকে নিয়ে আমরা অবশ্যই রাজনীতি করব, কার বাপের হিম্মত আছে আটকাক ।" তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । "যারা জয় শ্রীরামকে ভয় পায়, তাদের তো রাজনীতি করাই উচিত নয় । আমাকে তো প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে গো ব্যাক বলে, কালো পতাকা দেখায়, আমি তো কোনও দিন প্রতিক্রিয়া দেখাইনি । আমি তো বলি তোমাদের এর থেকে বেশি কিছু করার ক্ষমতা নেই । রাম নাম যে শুনতে পায় না তার তো অন্তিম সময় এসে গেছে ।" নদিয়ার ধুবুলিয়ায় এভাবে আজ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়লেন না দিলীপ ঘোষ । গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির 125 তম জন্মজয়ন্তীতে ভাষণ দেওয়ার জন্য যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয় ৷ সেই মুহূর্তেই দর্শকাসন থেকে কয়েকজন ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেন ৷ তার জেরে ভাষণ না দিয়ে নিজের আসনে ফিরে আসেন মমতা । তারই পরিপ্রেক্ষিতে আজ কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ।