কাউন্সিলরদের দুর্নীতি মুক্ত করতে এবারে ভিজিলেন্স টিম : ফিরহাদ - will be created
🎬 Watch Now: Feature Video
শুধুমাত্র দলছুট কাউন্সিলররা নয়, দলের বর্তমান কাউন্সিলরদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগের তদন্ত হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আজ নজরুল মঞ্চের বৈঠকের শেষে এমনই বার্তা দিলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । তিনি বলেন, "দুর্নীতি রুখতে মুখ্যমন্ত্রী একটি ভিজিলেন্স টিম তৈরি করেছেন ।" তিনি আরও বলেন, "যাঁরা দল ছাড়ছেন তাঁরা ধান্দাবাজ । ভাবছে আজ তৃণমূলের থেকে রোজগার শেষ । BJP সেন্ট্রালে ক্ষমতায় আছে । ভালো রোজগার হবে ।" ভিডিয়োয় দেখুন...