তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত দিনহাটা, চলল গুলি - উত্তপ্ত দিনহাটা
🎬 Watch Now: Feature Video
তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা শহরের মদনমোহন বাড়ি এলাকা। তৃণমূল নেতা ও দিনহাটা পৌরসভার প্রশাসক জয়দীপ ঘোষের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ৷ এমনকী তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। বাড়ির সামনে থাকা তাঁর একটি বাসে ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় একাধিক মোটরবাইকও। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ঘটনাস্থানে যান। ঘটনাস্থান থেকে দিনহাটা থানার পুলিশ কার্তুজের খোল উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। জয়দীপবাবুর অভিযোগ, তৃণমূল যুব নেতা অজয় রায়, সাবির সাহা চৌধুরিরা এই ঘটনা ঘটিয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অজয় রায় ও অন্যান্যরা।