Bankura Municipal Election : শিবমন্দিরে পুজো গিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী অলকা - শিবমন্দিরে পুজো গিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী অলকা
🎬 Watch Now: Feature Video
27 ফেব্রুয়ারি বাঁকুড়ায় পৌরসভা নির্বাচন ৷ ইতিমধ্যেই তৃণমূল এবং সিপিআইএম তাদের প্রার্থীতালিকা প্রকাশ করেছে । বিশেষজ্ঞরা বলছেন, বাঁকুড়ার 11 নম্বর ওয়ার্ডেই প্রত্যেকের নজর থাকবে । এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাঁকুড়া পৌরসভার বিদায়ী পৌরপ্রশাসক অলকা সেনমজুমদার । জেলার শতাব্দী প্রাচীন শিবমন্দির এক্তেশ্বরে কর্মী-সমর্থকদের নিয়ে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন এবং প্রচার শুরু করলেন তিনি (TMC Candidate Alaka Sen Majumder starts her campaign)।
TAGGED:
Bankura Municipal Election