"যেন বিশৃঙ্খলার রাজত্ব চলছে", পুলকার দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যু নিয়ে আক্রমণ সুজনের - পুলকার দুর্ঘটনা
🎬 Watch Now: Feature Video
পুলকার দুর্ঘটনায় যেভাবে এক স্কুল পড়ুয়ার মৃত্যু হল তা লজ্জার । বললেন সুজন চক্রবর্তী ৷ দলীয় কর্মসূচিতে গতকাল কোচবিহারে এসে তিনি বলেন, "সেফ ড্রাইভ, সেভ লাইফের নামে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। কারও না কারও মুখের প্রচার হচ্ছে। রাজ্যে যেখানে সেখানে দুর্ঘটনা ঘটছে। কার গাড়ি, কী তার ফিটনেস, কে চালাচ্ছে! যেন বিশৃঙ্খলার রাজত্ব চলছে।"