কলকাতা, 19 ডিসেম্বর: বসিরহাট কেন্দ্রের লোকসভা নির্বাচনের প্রার্থী রেখা পাত্রর ইলেকশন পিটিশন মামলায় ক্ষমা চাইল রাজ্য। রাজ্য সরকার এই মামলায় পক্ষ না-হওয়ার সত্ত্বেও বৃহস্পতিবার একটি হলফনামা আদালতে দিতে যায়। সেই রিপোর্টে সাক্ষর রয়েছে রিটার্নিং অফিসারের।
রেখা পাত্রর আইনজীবীর অভিযোগ, রিটার্নিং অফিসার এখানে রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে হলফনামা দাখিল করছেন। তাঁর নিরপেক্ষতা বলে কিছু নেই। এর পরই রিটার্নিং অফিসারের কাছে লিখিত জবাবদিহি চেয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। মামলার শুনানিতে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়, এই মামলায় তাঁরা পক্ষ না-হওয়া সত্ত্বেও কাদের হয়ে সওয়াল করবেন? এর পরই, রাজ্যের তরফে হলফনামা প্রত্যাহার করে ক্ষমা চেয়ে নেওয়া হয়। জানুয়ারি মাসের মাঝমাঝি এই মামলায় ফের শুনানির হবে।
উল্লেখ্য, গত 1 জুন সপ্তম দফায় বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়। বিজেপির পক্ষ থেকে বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি তোলা হয়। লোকসভা নির্বাচনে বসিরহাট আসন থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন রেখা পাত্র ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন হাজি নুরুল ইসলাম ৷ তৃণমূল নেতার কাছে 3 লক্ষ 33 হাজার 547 ভোটে পরাজিত হন বিজেপির রেখা পাত্র ৷ লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের মোট ভোটার 15 লক্ষেরও বেশি, এর মধ্যে 4 লক্ষ 70 হাজার 215টি ভোট পেয়েছিলেন রেখা পাত্র ৷ তাঁর প্রাপ্ত ভোট মোট ভোটের প্রায় 31 শতাংশ ৷
অন্যদিকে, তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম পেয়েছিলেন 8 লক্ষ 3 হাজার 762 ভোট, যা মোট ভোটের 52.76 শতাংশ ৷ এই ফলাফলে বিপুল কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হন রেখা পাত্র। প্রসঙ্গত, বিজয়ী প্রার্থী হাজি নুরুল ইসলাম কয়েক মাস আগেই ক্যানসার আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ফলে ওই কেন্দ্রে পুনরায় ফের নির্বাচন হবে কি না, তার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।