ETV Bharat / state

শ্রীরামপুরে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ডেলিভারি বয় - DELIVERY BOY ACCUSED IN MOLESTATION

এই ধরনের ঘটনা আটকাতে শ্রীরামপুরবাসীকে সতর্ক হতে বলেছেন স্থানীয় সাংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ৷

Representative Image
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

শ্রীরামপুর, 19 ডিসেম্বর: অনলাইন ডেলিভারি দিতে এসে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ডেলিভারি বয়ের বিরুদ্ধে । শ্রীরামপুর থানার পুলিশ গ্রেফতার করেছে যুবককে । অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ৷

বিষয়টি সামনে আসতেই এই নিয়ে সরব হয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এই নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ৷ সেখানে শ্রীরামপুরবাসীকে সতর্ক থাকতে বলেছেন ৷ পুলিশের তরফেও এই নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হবে বলে জানানো হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, বুধবার শ্রীরামপুরে একটি অনলাইন সংস্থার হয়ে ডেলিভারি করতে একটি বাড়িতে আসে এক যুবক । সেই সময় বাড়িতে এক নাবালিকা একাই ছিল । ডেলিভারি বয় ওটিপি চায় নাবালিকার থেকে । নাবালিকা জানায় যে তার মা বাড়িতে নেই, সে ওটিপি দিতে পারবে না । ডেলিভারি বয় তাকে জানায় কম্পিউটার খুলে দেখতে ইমেলে ওটিপি পাঠানো হয়েছে ।

অভিযোগ, নাবালিকা ইমেল চেক করতে গেলে সেই সুযোগে ডেলিভারি বয় ঘরে ঢুকে পড়ে । নাবালিকার শ্লীলতাহানি করে ৷ পরে তাকে হুমকিও দেয়৷ যদিও ওই নাবালিকা ভয় না-পেয়ে তার মাকে ফোন করে ঘটনার কথা জানায় । সংশ্লিষ্ট সংস্থায় অভিযোগ করতে বলে ।

Sreerampore PS
শ্রীরামপুর থানা (নিজস্ব ছবি)

এরপর শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার । পুলিশ তদন্তে নেমে ওই সংস্থার থেকে যুবকের পরিচয় পায় । রাতেই তাকে গ্রেফতার করে পকসো আইনে মামলার রুজু করে পুলিশ ৷ বৃহস্পতিবার তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয় । এই প্রতিবেদন লেখা পর্যন্ত আদালতের নির্দেশ জানা যায়নি ৷

শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বলেন, ‘‘এক ডেলিভারি বয় নাবালিকাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।পকসো মামলা রুজু করা হয়েছে । আগামিদিনে অনলাইন ডেলিভারি নিয়ে সচেতনতামূলক প্রচার করা হবে ।’’

এদিকে এই ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ সেই পোস্টে তিনি লেখেন, "আপনার সন্তান একা থাকলে আপনার বাড়িতে কোনও ডেলিভারি কর্মীদের অনুমতি না-দেওয়া নিশ্চিত করার জন্য আমি সকলকে অনুরোধ করছি ।’’

সোশাল মিডিয়ায় তিনি আরও লেখেন, ‘‘সম্প্রতি, আমি শ্রীরামপুর এলাকায় একটি উদ্বেগজনক ঘটনার বিষয়ে অবগত হয়েছি, যেখানে একজন ডেলিভারি বয় একটি বাড়িতে প্রবেশ করে এবং বাড়িতে একা থাকা এক তরুণীকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল । সৌভাগ্যবশত, শ্রীরামপুর থানা দ্রুত কাজ করেছে, ব্যক্তিকে শনাক্ত করেছে এবং তাকে গ্রেফতার করেছে ৷ যেমন আমি অনুরোধ করেছি, দয়া করে সতর্ক থাকুন এবং আপনার বাচ্চাদের সুরক্ষিত রাখতে প্রতিটি সতর্কতা অবলম্বন করুন ৷"

শ্রীরামপুর, 19 ডিসেম্বর: অনলাইন ডেলিভারি দিতে এসে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ডেলিভারি বয়ের বিরুদ্ধে । শ্রীরামপুর থানার পুলিশ গ্রেফতার করেছে যুবককে । অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ৷

বিষয়টি সামনে আসতেই এই নিয়ে সরব হয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এই নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ৷ সেখানে শ্রীরামপুরবাসীকে সতর্ক থাকতে বলেছেন ৷ পুলিশের তরফেও এই নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হবে বলে জানানো হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, বুধবার শ্রীরামপুরে একটি অনলাইন সংস্থার হয়ে ডেলিভারি করতে একটি বাড়িতে আসে এক যুবক । সেই সময় বাড়িতে এক নাবালিকা একাই ছিল । ডেলিভারি বয় ওটিপি চায় নাবালিকার থেকে । নাবালিকা জানায় যে তার মা বাড়িতে নেই, সে ওটিপি দিতে পারবে না । ডেলিভারি বয় তাকে জানায় কম্পিউটার খুলে দেখতে ইমেলে ওটিপি পাঠানো হয়েছে ।

অভিযোগ, নাবালিকা ইমেল চেক করতে গেলে সেই সুযোগে ডেলিভারি বয় ঘরে ঢুকে পড়ে । নাবালিকার শ্লীলতাহানি করে ৷ পরে তাকে হুমকিও দেয়৷ যদিও ওই নাবালিকা ভয় না-পেয়ে তার মাকে ফোন করে ঘটনার কথা জানায় । সংশ্লিষ্ট সংস্থায় অভিযোগ করতে বলে ।

Sreerampore PS
শ্রীরামপুর থানা (নিজস্ব ছবি)

এরপর শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার । পুলিশ তদন্তে নেমে ওই সংস্থার থেকে যুবকের পরিচয় পায় । রাতেই তাকে গ্রেফতার করে পকসো আইনে মামলার রুজু করে পুলিশ ৷ বৃহস্পতিবার তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয় । এই প্রতিবেদন লেখা পর্যন্ত আদালতের নির্দেশ জানা যায়নি ৷

শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বলেন, ‘‘এক ডেলিভারি বয় নাবালিকাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।পকসো মামলা রুজু করা হয়েছে । আগামিদিনে অনলাইন ডেলিভারি নিয়ে সচেতনতামূলক প্রচার করা হবে ।’’

এদিকে এই ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ সেই পোস্টে তিনি লেখেন, "আপনার সন্তান একা থাকলে আপনার বাড়িতে কোনও ডেলিভারি কর্মীদের অনুমতি না-দেওয়া নিশ্চিত করার জন্য আমি সকলকে অনুরোধ করছি ।’’

সোশাল মিডিয়ায় তিনি আরও লেখেন, ‘‘সম্প্রতি, আমি শ্রীরামপুর এলাকায় একটি উদ্বেগজনক ঘটনার বিষয়ে অবগত হয়েছি, যেখানে একজন ডেলিভারি বয় একটি বাড়িতে প্রবেশ করে এবং বাড়িতে একা থাকা এক তরুণীকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল । সৌভাগ্যবশত, শ্রীরামপুর থানা দ্রুত কাজ করেছে, ব্যক্তিকে শনাক্ত করেছে এবং তাকে গ্রেফতার করেছে ৷ যেমন আমি অনুরোধ করেছি, দয়া করে সতর্ক থাকুন এবং আপনার বাচ্চাদের সুরক্ষিত রাখতে প্রতিটি সতর্কতা অবলম্বন করুন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.