কৃষিজমি রক্ষা কমিটির ব্যানারে সভা বেচারামের অনুগামীদের, তৃণমূলকে বার্তা ? - Speculations on Becharam Manna
🎬 Watch Now: Feature Video
শুভেন্দুর মতো কি অনুগামীদের নিয়ে একা চলতে চাইছেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না ? শুক্রবার সেই ইঙ্গিত মিলল সিঙ্গুরে । টাটার মাঠে কৃষিজমি রক্ষা কমিটির তত্ত্বাবধানে বেচারামের অনুগামীরা একটি সভার আয়োজন করে । সেখানেই তৃণমূল নেতা দুধকুমার ধারা, সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে নানা প্রসঙ্গ তুলে আক্রমন করেন । দলের বিরুদ্ধে একাধিক বার মুখ খুলেছেন ও নানা রকম কাজ করেছেন । কিন্তু কেনই বা কৃষিজমি রক্ষা কমিটির ব্যানারে সরব বেচারামের অনুগামীরা ? তাহলে কি অন্য কিছু বার্তা দিতে চাইছেন হরিপালের বিধায়ক ? প্রশ্ন থেকেই যাচ্ছে ।