কেন বান্ধবীর নামে সম্পত্তি লিখে দিলেন ? খোলসা করলেন শোভন - শোভন চট্টোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে নিজের যাবতীয় সম্পত্তি লিখে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় । এরপর সেই যে কানাঘুষো শুরু হয়েছে, তা আর থামার লক্ষণ নেই । একের পর এক তির্যক মন্তব্য ।এবার সেই নিয়েই মুখ খুললেন শোভন-বৈশাখী । ফেসবুকে এসে "অপপ্রচারের" বিরুদ্ধে সরব হলেন । শোভনবাবু খোলসা করলেন, কেন তিনি বান্ধবী বৈশাখীর নামে তাঁর যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি লিখে দিয়েছেন ।