"দর কষাকষিকে নির্বাচনের আগে সুযোগ ভাবেন", কাদের উদ্দেশে বললেন সৌগত ? - তপসিয়ার তৃণমূল কংগ্রেস ভবন
🎬 Watch Now: Feature Video
শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলবদল জল্পনা নিয়ে নাম না করে কটাক্ষ তৃণমূল সাংসদ সৌগত রায়ের । আজ তপসিয়ার তৃণমূল কংগ্রেস ভবনে তিনি পয়েন্ট করে করে বলেন, "নির্বাচনের আগে তিন ধরনের লোক দেখা যায় । এক, যাঁরা মনোনয়ন পাবেন কি না ভয় পান । দুই, মনোনয়ন পেলেও জিততে পারবেন কি না ভয় পান । তিন কিছু লোক মনে করেন নির্বাচনের আগে এটাই সুযোগ দলের সঙ্গে দর কষাকষি করা ।" এই তিন পর্যায়ের মধ্যে শুভেন্দু-রাজীবকে কোথায় রাখবেন ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সৌগত রায় বলেন, "সংবাদমাধ্যম বিচার-বিশ্লেষণ করে নিন ।"