অনুপ্রবেশকারীদেরই কি আপন মনে হয় ? মমতাকে আক্রমণ অমিতের
🎬 Watch Now: Feature Video
বাংলায় সভা করে NRC ও CAA নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে গেলেন অমিত শাহ। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘‘উনি মুসলমান ভাই-বোনেদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বলে ভয় খাওয়াচ্ছেন। আমি কলকাতার মাটিতে বাংলার সংখ্যালঘু ভাই-বোনেদের বলছি CAA নাগরিকত্ব নেওয়ার জন্য নয়, নাগরিকত্ব দেওয়ার জন্য । মোদি সরকার CAA আইন নিয়ে এলেন, মমতাদিদি বিরোধ করলেন । বাংলায় অশান্তি সৃষ্টি করলেন । ট্রেন স্টেশন পোড়ালেন । আমি দিদিকে প্রশ্ন করতে চাই, নমশূদ্র মতুয়া পরিবারগুলি আপনার কি ক্ষতি করেছে ? আমরা ওদের নাগরিকত্ব দিতে চাই। আপনি কেন বিরোধ করছেন ? ওঁদের কি আপনজন মনে হয় না ? অনুপ্রবেশকারীদেরই কি আপনজন লাগে ? ৭০ বছর ধরে যেসব শরণার্থী ভাইয়েরা এসেছেন, তাঁদের আমরা নাগরিকত্ব দিয়েই ছাড়ব।"