ETV Bharat / state

শিলিগুড়িতে দু'দিন বন্ধ পরিষেবা, বাড়িতে জল পৌঁছবে পুরনিগম - WATER SUPPLY SUSPENDED IN SILIGURI

শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে নতুন ইনটেক ওয়েল তৈরি করেছে পুরনিগম ৷ এই ওয়েলের সঙ্গে পুরনো ওয়েলের সংযোগের কাজের জন্য জল সরবরাহ বন্ধ থাকবে দু'দিন ৷

Water Supply in Siliguri
শিলিগুড়ি পুরনিগমে জল সরবরাহ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2024, 9:39 PM IST

শিলিগুড়ি, 20 নভেম্বর: ফের পানীয় জলের পরিষেবা ব্যাহত হতে চলেছে শহরে ৷ ইনটেক ওয়েলের সংস্কার ও বিকল্প ইনটেক ওয়েলের কাজের জন্য দু'দিন পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে শিলিগুড়িতে। বুধবার এমনটাই জানিয়েছেন মেয়র গৌতম দেব ৷

এই দু'দিন সাধারণ নাগরিকের যাতে কোনও অসুবিধে না হয়, সেই জন্য শিলিগুড়ি পুরনিগমের তরফে জলের ট্যাঙ্ক এবং জলের পাউচ সরবরাহ করা হবে ৷ আগামী 22 ও 23 নভেম্বর পানীয় জলের পরিষেবা ব্যাহত হবে বলে পুরনিগম সূত্রে জানা গিয়েছে ৷ তবে বিকল্পভাবে পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷

শিলিগুড়ি পুরনিগমে জল সরবরাহ বন্ধ নিয়ে মেয়র গৌতম দেব (ইটিভি ভারত)

মেয়র গৌতম দেব জানান, এতদিন একটিমাত্র ইনটেক ওয়েল থাকায় মাঝেমধ্যেই শহরে পানীয় জলের পরিষেবা ব্যাহত হত ৷ শিলিগুড়ি পুরনিগমের 47টি ওয়ার্ডেই কমবেশি জলকষ্ট হয়েছে ৷ একটিমাত্র ইনটেক ওয়েল থাকায় মাঝেমধ্যে পলিমাটি জমে গেলেই পরিষেবা ব্যাহত হচ্ছিল ৷ এরপর 6 কোটি 90 লক্ষ টাকা খরচ করে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে নতুন ইনটেক ওয়েল তৈরি করে পুরনিগম ৷

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পাহাড় সফরে এসে মুখ্যমন্ত্রী দার্জিলিং থেকে ভার্চুয়াল মাধ্যমে ওই ইনটেক ওয়েলের উদ্বোধন করেন ৷ এবার সেই ইনটেক ওয়েলের সংযোগের কাজ শুরু হবে ৷ তাই শুক্রবার ও শনিবার জল সরবরাহের পরিষেবা বন্ধ রাখা হবে ৷

মেয়র গৌতম দেব বলেন, "21 তারিখ রাতে যেমন জল সরবরাহ হয়, তেমনটাই হবে ৷ আমরা মাইকিং করে, কাগজে বিজ্ঞাপন দিয়ে জল বন্ধ রাখার কথা জানিয়েছি ৷ এছাড়া আজ সাংবাদিক বৈঠকের মাধ্যমে শিলিগুড়ির মানুষের কাছে আমাদের অনুরোধ, 21 নভেম্বর আপনারা যতটা সম্ভব জল সঞ্চয় করে রাখবেন ৷ 22 তারিখ সেই জল দিয়ে কাজ চালাতে সুবিধে হবে ৷"

এছাড়া তিনি আরও জানান, পুরনিগমের 25 টি জলের ট্যাঙ্ক আছে ৷ সেগুলি বিভিন্ন জায়গায় জল সরবরাহ করবে ৷ 35টি পিভিসি ট্যাঙ্কের গাড়িতে জল সরবরাহ করা হবে ৷ এমনকী দু'দিনে প্রায় 3 লক্ষ জলের পাউচ সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে ৷ এই দু'দিন জনস্বাস্থ্য কারিগরি দফতরকে সহযোগিতার কথা বলা হয়েছে ৷ তাদের থেকে পাঁচটি পাঁচ হাজার লিটারের ট্যাঙ্ক নেওয়া হবে ৷ তবে পুরনিগম চেষ্টা করছে দু'দিনের আগেই কাজ শেষ করতে ৷

এবিষয়ে মেয়র গৌতম দেব বলেন, "একটি ইনটেক ওয়েল থাকায় জলকষ্টে ভুগতে হয়েছে বাসিন্দাদের ৷ এবার এই ইনটেক ওয়েল চালু হলে একটা বন্ধ হলেও জলের সমস্যা হবে না ৷ কারণ বিকল্প ব্যবস্থা থেকে গেল ৷ আমরা দু'দিনের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা করেছি ৷ তবে আমরা চেষ্টা করব দু'দিনের আগেই এই সংযোগের কাজ সম্পন্ন করে ফেলতে ৷"

শিলিগুড়ি, 20 নভেম্বর: ফের পানীয় জলের পরিষেবা ব্যাহত হতে চলেছে শহরে ৷ ইনটেক ওয়েলের সংস্কার ও বিকল্প ইনটেক ওয়েলের কাজের জন্য দু'দিন পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে শিলিগুড়িতে। বুধবার এমনটাই জানিয়েছেন মেয়র গৌতম দেব ৷

এই দু'দিন সাধারণ নাগরিকের যাতে কোনও অসুবিধে না হয়, সেই জন্য শিলিগুড়ি পুরনিগমের তরফে জলের ট্যাঙ্ক এবং জলের পাউচ সরবরাহ করা হবে ৷ আগামী 22 ও 23 নভেম্বর পানীয় জলের পরিষেবা ব্যাহত হবে বলে পুরনিগম সূত্রে জানা গিয়েছে ৷ তবে বিকল্পভাবে পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷

শিলিগুড়ি পুরনিগমে জল সরবরাহ বন্ধ নিয়ে মেয়র গৌতম দেব (ইটিভি ভারত)

মেয়র গৌতম দেব জানান, এতদিন একটিমাত্র ইনটেক ওয়েল থাকায় মাঝেমধ্যেই শহরে পানীয় জলের পরিষেবা ব্যাহত হত ৷ শিলিগুড়ি পুরনিগমের 47টি ওয়ার্ডেই কমবেশি জলকষ্ট হয়েছে ৷ একটিমাত্র ইনটেক ওয়েল থাকায় মাঝেমধ্যে পলিমাটি জমে গেলেই পরিষেবা ব্যাহত হচ্ছিল ৷ এরপর 6 কোটি 90 লক্ষ টাকা খরচ করে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে নতুন ইনটেক ওয়েল তৈরি করে পুরনিগম ৷

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পাহাড় সফরে এসে মুখ্যমন্ত্রী দার্জিলিং থেকে ভার্চুয়াল মাধ্যমে ওই ইনটেক ওয়েলের উদ্বোধন করেন ৷ এবার সেই ইনটেক ওয়েলের সংযোগের কাজ শুরু হবে ৷ তাই শুক্রবার ও শনিবার জল সরবরাহের পরিষেবা বন্ধ রাখা হবে ৷

মেয়র গৌতম দেব বলেন, "21 তারিখ রাতে যেমন জল সরবরাহ হয়, তেমনটাই হবে ৷ আমরা মাইকিং করে, কাগজে বিজ্ঞাপন দিয়ে জল বন্ধ রাখার কথা জানিয়েছি ৷ এছাড়া আজ সাংবাদিক বৈঠকের মাধ্যমে শিলিগুড়ির মানুষের কাছে আমাদের অনুরোধ, 21 নভেম্বর আপনারা যতটা সম্ভব জল সঞ্চয় করে রাখবেন ৷ 22 তারিখ সেই জল দিয়ে কাজ চালাতে সুবিধে হবে ৷"

এছাড়া তিনি আরও জানান, পুরনিগমের 25 টি জলের ট্যাঙ্ক আছে ৷ সেগুলি বিভিন্ন জায়গায় জল সরবরাহ করবে ৷ 35টি পিভিসি ট্যাঙ্কের গাড়িতে জল সরবরাহ করা হবে ৷ এমনকী দু'দিনে প্রায় 3 লক্ষ জলের পাউচ সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে ৷ এই দু'দিন জনস্বাস্থ্য কারিগরি দফতরকে সহযোগিতার কথা বলা হয়েছে ৷ তাদের থেকে পাঁচটি পাঁচ হাজার লিটারের ট্যাঙ্ক নেওয়া হবে ৷ তবে পুরনিগম চেষ্টা করছে দু'দিনের আগেই কাজ শেষ করতে ৷

এবিষয়ে মেয়র গৌতম দেব বলেন, "একটি ইনটেক ওয়েল থাকায় জলকষ্টে ভুগতে হয়েছে বাসিন্দাদের ৷ এবার এই ইনটেক ওয়েল চালু হলে একটা বন্ধ হলেও জলের সমস্যা হবে না ৷ কারণ বিকল্প ব্যবস্থা থেকে গেল ৷ আমরা দু'দিনের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা করেছি ৷ তবে আমরা চেষ্টা করব দু'দিনের আগেই এই সংযোগের কাজ সম্পন্ন করে ফেলতে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.