ETV Bharat / business

সাধারণ-মধ্যবিত্তের স্বপ্নপূরণের বাজেট, দাবি মোদির; চুপ বিমায় বিদেশি বিনিয়োগ নিয়ে - UNION BUDGET 2025

বাজেটকে ভারতের বৃদ্ধির জন্য বহুমুখী উদ্যোগ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ পাশাপাশি জনসাধরণের কথা ভেবে এমন বাজেট পেশ করায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

UNION BUDGET 2025
বীমায় বিদেশি বিনিয়োগ নিয়ে চুপ মোদি (সৌ: প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2025, 4:01 PM IST

Updated : Feb 1, 2025, 4:08 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: মাত্র কয়েকদিন বাদেই দিল্লি বিধানসভার নির্বাচন ৷ বছরের শেষেও রয়েছে বিহারের মতো রাজনৈতিকভাবে অতি-গুরুত্বপূর্ণ রাজ্যের ভোট ৷ তার আগে সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ বাজেটের প্রসংশা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আম জনতার বাজেট বলে অভিহীত করে প্রধানমন্ত্রী বলেন, "আমি এই জনগণের বাজেট পেশের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তাঁর পুরো দলকে অভিনন্দন জানাই। এই বাজেট সাধারণ মধ্যবিত্তের দ্রুত সঞ্চয়, বিনিয়োগেও সাহায্য করবে।"

বাজেট অধিবেশনের শুরুতেই মধ্যবিত্তের বাজেটের পক্ষে জোর সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ শনিবার বাজেট পেশের পর তাতেই সিলমোহর পড়েছে ৷ পরে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আজকের দিনটি ভারতের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি 140 কোটি ভারতীয়দের আশা-আকাঙ্খার বাজেট। এমন একটি বাজেট যা প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন পূরণ করবে। আমরা তরুণদের জন্য অনেকগুলি ক্ষেত্র খুলে দিয়েছি। বিকশিত ভারত মিশনকে এগিয়ে নিয়ে যেতে চলেছেন দেশের সাধারণ নাগরিক।" মোদির দাবি, এই বাজেটে সংস্কারের দিশাও স্পষ্ট ৷ সাধারণ মানুষের স্বপ্নপূরণের বাজেট এটি ৷

তিনি আরও জানান, বাজেটে কর্মসংস্থানের সব ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাঁর কথায়, "আমি সেই সংস্কারগুলি নিয়ে আলোচনা করতে চাই যা আগামী সময়ে বড় পরিবর্তন আনতে চলেছে। জাহাজ শিল্পকে উৎসাহিত করা হচ্ছে ৷ আত্মনির্ভর ভারত অভিযানে গতি আসবে ৷ আমরা সকলেই জানি, জাহাজ নির্মাণ শিল্প এমন একটি ক্ষেত্র যেথানে পর্যটনের বিকাশের প্রচুর সম্ভাবনা রয়েছে ৷" পাশাপাশি তিনি এও জানান, পরমাণু ক্ষেত্রেও বেসরকারিকরণের দিশা রয়েছে এই বাজেটে ৷ যদিও এদিন বিমা ক্ষেত্রে 100 শতাংশ বিদেশি বিনিয়োগের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী ৷

তিনি বলেন, "দেশের 50টি গুরুত্বপূর্ণ পর্যটন স্টেশনে হোটেল নির্মাণ করা হবে ৷ পর্যটন শিল্পে ব্যাপক আগ্রহ বাড়বে। যা অনেক বড় একটি কর্মসংস্থান ক্ষেত্র হিসেবে দেখা দেবে ৷" মোদি বলেন, "এই বাজেটে এক কোটি পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য 'জ্ঞান ভারত মিশন' শুরু হয়েছে। ভারতীয় জ্ঞান ও ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত একটি জাতীয় ডিজিটাল ভাণ্ডার তৈরি করা হবে ৷ প্রযুক্তি তার সম্পূর্ণ পরিমাণে ব্যবহার করা হবে। বাজেটে কৃষকদের জন্য যে ঘোষণা করা হয়েছে তা কৃষিক্ষেত্র এবং সমগ্র গ্রামীণ অর্থনীতিতে একটি নতুন বিপ্লবের ভিত্তি হয়ে উঠবে ৷ 'কিষাণ ক্রেডিট কার্ড'-এর সীমা 5 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হবে, যা তাদের আরও সাহায্য করবে ৷"

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: মাত্র কয়েকদিন বাদেই দিল্লি বিধানসভার নির্বাচন ৷ বছরের শেষেও রয়েছে বিহারের মতো রাজনৈতিকভাবে অতি-গুরুত্বপূর্ণ রাজ্যের ভোট ৷ তার আগে সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ বাজেটের প্রসংশা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আম জনতার বাজেট বলে অভিহীত করে প্রধানমন্ত্রী বলেন, "আমি এই জনগণের বাজেট পেশের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তাঁর পুরো দলকে অভিনন্দন জানাই। এই বাজেট সাধারণ মধ্যবিত্তের দ্রুত সঞ্চয়, বিনিয়োগেও সাহায্য করবে।"

বাজেট অধিবেশনের শুরুতেই মধ্যবিত্তের বাজেটের পক্ষে জোর সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ শনিবার বাজেট পেশের পর তাতেই সিলমোহর পড়েছে ৷ পরে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আজকের দিনটি ভারতের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি 140 কোটি ভারতীয়দের আশা-আকাঙ্খার বাজেট। এমন একটি বাজেট যা প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন পূরণ করবে। আমরা তরুণদের জন্য অনেকগুলি ক্ষেত্র খুলে দিয়েছি। বিকশিত ভারত মিশনকে এগিয়ে নিয়ে যেতে চলেছেন দেশের সাধারণ নাগরিক।" মোদির দাবি, এই বাজেটে সংস্কারের দিশাও স্পষ্ট ৷ সাধারণ মানুষের স্বপ্নপূরণের বাজেট এটি ৷

তিনি আরও জানান, বাজেটে কর্মসংস্থানের সব ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাঁর কথায়, "আমি সেই সংস্কারগুলি নিয়ে আলোচনা করতে চাই যা আগামী সময়ে বড় পরিবর্তন আনতে চলেছে। জাহাজ শিল্পকে উৎসাহিত করা হচ্ছে ৷ আত্মনির্ভর ভারত অভিযানে গতি আসবে ৷ আমরা সকলেই জানি, জাহাজ নির্মাণ শিল্প এমন একটি ক্ষেত্র যেথানে পর্যটনের বিকাশের প্রচুর সম্ভাবনা রয়েছে ৷" পাশাপাশি তিনি এও জানান, পরমাণু ক্ষেত্রেও বেসরকারিকরণের দিশা রয়েছে এই বাজেটে ৷ যদিও এদিন বিমা ক্ষেত্রে 100 শতাংশ বিদেশি বিনিয়োগের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী ৷

তিনি বলেন, "দেশের 50টি গুরুত্বপূর্ণ পর্যটন স্টেশনে হোটেল নির্মাণ করা হবে ৷ পর্যটন শিল্পে ব্যাপক আগ্রহ বাড়বে। যা অনেক বড় একটি কর্মসংস্থান ক্ষেত্র হিসেবে দেখা দেবে ৷" মোদি বলেন, "এই বাজেটে এক কোটি পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য 'জ্ঞান ভারত মিশন' শুরু হয়েছে। ভারতীয় জ্ঞান ও ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত একটি জাতীয় ডিজিটাল ভাণ্ডার তৈরি করা হবে ৷ প্রযুক্তি তার সম্পূর্ণ পরিমাণে ব্যবহার করা হবে। বাজেটে কৃষকদের জন্য যে ঘোষণা করা হয়েছে তা কৃষিক্ষেত্র এবং সমগ্র গ্রামীণ অর্থনীতিতে একটি নতুন বিপ্লবের ভিত্তি হয়ে উঠবে ৷ 'কিষাণ ক্রেডিট কার্ড'-এর সীমা 5 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হবে, যা তাদের আরও সাহায্য করবে ৷"

Last Updated : Feb 1, 2025, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.