ETV Bharat / state

কিছুদিনের মধ্যেই আসছে নতুন অতিথি, স্বাগত জানাতে প্রস্তুত চিড়িয়াখানা কর্তৃপক্ষ - ALIPORE ZOOLOGICAL GARDEN

আর মাত্র কয়েকদিন ৷ তারপরই উত্তরবঙ্গ থেকে আলিপুর চিড়িয়াখানায় আসবে নতুন অতিথি ৷ খাঁচা রেডি ৷ নয়া প্রাণীকে স্বাগত জানাতে প্রস্তুত কর্তৃপক্ষ ৷

Alipore Zoo
আলিপুর চিড়িয়াখানায় আসছে নতুন অতিথি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2024, 9:46 PM IST

কলকাতা, 20 নভেম্বর: জাঁকিয়ে শীত পড়ার আগেই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নভেম্বর মাস শেষ হওয়ার আগেই হয়তো নয়া অতিথি আসতে চলেছে আলিপুর চিড়িয়াখানায়। 100 বছর পর ফের কলকাতা চিড়িয়াখানায় পা রাখতে চলেছে চিতা বিড়াল (Leopard Cat) ৷ সূত্রের খবর, উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি থেকে সেটিকে নিয়ে আসা হচ্ছে। চলতি মাসের মধ্যেই দর্শকরা তাকে আলিপুর চিড়িয়াখানায় দেখার সুযোগ পাবেন ৷ শুধু চিতা বিড়াল নয়, সবুজ অ‌্যানাকোন্ডা নিয়ে আসার কথা চলছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ।

একশো বছর আগে আলিপুর চিড়িয়াখানায় চিতা বিড়াল থাকলেও ঠিক কবে থেকে সেটি নেই তা সঠিক করে বলতে পারছেন কেউই। চলছে সরকারি দস্তাবেজ ঘেঁটে তথ্য সন্ধানের কাজ। এদিকে, এক শতাব্দী পর এই অতিথিকে পেতে ইতিমধ্যেই সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। নতুন এনক্লোজার তৈরি করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি ব্যবস্থাও করা আছে । এই বিষয়ে আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন ইটিভি ভারতের প্রতিনিধি।

আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টরের বক্তব্য (ইটিভি ভারত)

তিনি বলেন, "প্রতিবছর শীতের মরশুমের আগে দর্শকদের জন্য নানা ধরনের চমক রাখার চেষ্টা করি আমরা। এবারও সেই চমক থাকবে । চিতা বিড়াল ও সবুজ অ‌্যানাকোন্ডার খাঁচা প্রস্তুত রয়েছে ।" একইসঙ্গে চিড়িয়াখানার আকর্ষণ আরও কীভাবে বাড়ানো যায় তা নিয়েও চর্চা করছেন চিড়িয়াখানার আধিকারিকরা ।

Leopard Cat
চিতা বিড়াল (গেটি ইমেজ)

তবে চমক দেওয়ার কাজটা শুরু হয়ে গিয়েছে অনেক দিন আগে থেকেই । পুজোর আগে আলিপুরে একগুচ্ছ অতিথি এসেছে। বেঙ্গল সাফারি থেকে একজোড়া রয়‌্যাল বেঙ্গল ও টাপির নিয়ে আসা হয়েছে। তেমনই, ওড়িশার নন্দনকানন থেকে বাঘ, সিংহ, হিমালয়ান ভাল্লুক, জলহস্তি, মাউজ ডিয়ার, সোয়াম্প ডিয়ার নিয়ে আসা হয়েছে। অন্ধপ্রদেশের বিশাখাপত্তনম থেকে আনা হয়েছে সাদা বাঘিনী ৷ এবার উত্তরবঙ্গ থেকে এবার আসছে চিতা বিড়াল ৷ যাকে স্বাগত জানানোর অপেক্ষায় আলিপুর চিড়িয়াখানা ৷ খুব শীঘ্রই তাকে দেখতে পাবেন দর্শকরা ৷

কলকাতা, 20 নভেম্বর: জাঁকিয়ে শীত পড়ার আগেই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নভেম্বর মাস শেষ হওয়ার আগেই হয়তো নয়া অতিথি আসতে চলেছে আলিপুর চিড়িয়াখানায়। 100 বছর পর ফের কলকাতা চিড়িয়াখানায় পা রাখতে চলেছে চিতা বিড়াল (Leopard Cat) ৷ সূত্রের খবর, উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি থেকে সেটিকে নিয়ে আসা হচ্ছে। চলতি মাসের মধ্যেই দর্শকরা তাকে আলিপুর চিড়িয়াখানায় দেখার সুযোগ পাবেন ৷ শুধু চিতা বিড়াল নয়, সবুজ অ‌্যানাকোন্ডা নিয়ে আসার কথা চলছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ।

একশো বছর আগে আলিপুর চিড়িয়াখানায় চিতা বিড়াল থাকলেও ঠিক কবে থেকে সেটি নেই তা সঠিক করে বলতে পারছেন কেউই। চলছে সরকারি দস্তাবেজ ঘেঁটে তথ্য সন্ধানের কাজ। এদিকে, এক শতাব্দী পর এই অতিথিকে পেতে ইতিমধ্যেই সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। নতুন এনক্লোজার তৈরি করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি ব্যবস্থাও করা আছে । এই বিষয়ে আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন ইটিভি ভারতের প্রতিনিধি।

আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টরের বক্তব্য (ইটিভি ভারত)

তিনি বলেন, "প্রতিবছর শীতের মরশুমের আগে দর্শকদের জন্য নানা ধরনের চমক রাখার চেষ্টা করি আমরা। এবারও সেই চমক থাকবে । চিতা বিড়াল ও সবুজ অ‌্যানাকোন্ডার খাঁচা প্রস্তুত রয়েছে ।" একইসঙ্গে চিড়িয়াখানার আকর্ষণ আরও কীভাবে বাড়ানো যায় তা নিয়েও চর্চা করছেন চিড়িয়াখানার আধিকারিকরা ।

Leopard Cat
চিতা বিড়াল (গেটি ইমেজ)

তবে চমক দেওয়ার কাজটা শুরু হয়ে গিয়েছে অনেক দিন আগে থেকেই । পুজোর আগে আলিপুরে একগুচ্ছ অতিথি এসেছে। বেঙ্গল সাফারি থেকে একজোড়া রয়‌্যাল বেঙ্গল ও টাপির নিয়ে আসা হয়েছে। তেমনই, ওড়িশার নন্দনকানন থেকে বাঘ, সিংহ, হিমালয়ান ভাল্লুক, জলহস্তি, মাউজ ডিয়ার, সোয়াম্প ডিয়ার নিয়ে আসা হয়েছে। অন্ধপ্রদেশের বিশাখাপত্তনম থেকে আনা হয়েছে সাদা বাঘিনী ৷ এবার উত্তরবঙ্গ থেকে এবার আসছে চিতা বিড়াল ৷ যাকে স্বাগত জানানোর অপেক্ষায় আলিপুর চিড়িয়াখানা ৷ খুব শীঘ্রই তাকে দেখতে পাবেন দর্শকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.