Sayantan Basu on State Government Project : ভোটে জিততেই ধার করে প্রকল্প চালাচ্ছেন মমতা, দাবি সায়ন্তনের - পরেরবার ভোটে জিততেই ধার করে প্রকল্প চালাচ্ছেন মমতা
🎬 Watch Now: Feature Video
পরের বিধানসভা নির্বাচনে জিততেই ধার করে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Chief Minister Mamata Banerjee) ৷ দাবি বিজেপি নেতা সায়ন্তন বসুর (Sayantan Basu on State Government Project) ৷ বুধবার হাওড়ার উলুবেড়িয়ায় একটি প্রতিবাদ মিছিল করে বিজেপি ৷ তাদের দাবি, কেন্দ্র পেট্রোপণ্য়ের দাম (Petrol Disel Price) কমাতে পদক্ষেপ করেছে ৷ এবার তাই রাজ্যকেও পদক্ষেপ করতে হবে ৷ মিছিলের পর একটি পথসভা করেন সায়ন্তন ৷ তাঁর বার্তা, মমতা বন্দ্যোপাধ্য়ায় ধার করে প্রকল্প চালালেও 2026 সালের বিধানসভা নির্বাচনে জিততে পারবেন না ৷ সেই ভোটে জিতবে বিজেপিই ৷ তখন নয়া সরকারের কাঁধে মমতার সরকারের করা ঋণের বোঝা চাপবে ৷