জলের তলায় ঘর-বাড়ি, মিলছে না খাবার যশের তাণ্ডবে বিধ্বস্ত সাগরবাসী - জলের তলায় ঘর-বাড়ি
🎬 Watch Now: Feature Video
বুধবার ওড়িশা জুড়ে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় যশ ৷ এর প্রভাব পড়েছে রাজ্যেও ৷ নদীতে প্রবল জলোচ্ছাসে বাঁধ ভেঙে জল ঢুকেছে গঙ্গাসাগরের বিভিন্ন এলাকায় ৷ দুর্গতদের নিরাপদ আশ্রয়ে রাখতে ফ্লাড সেল্টার খুলেছিল সরকার ৷ জল ঢুকেছিল সেখানেও ৷ কেউ কেউ অভিযোগ করেছেন, খাবার না মেলার ৷ খিদের জ্বালা মেটাতে বিক্ষোভের পথেও গিয়েছেন অনেকে ৷ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সাগরে উপস্থিত হয়েছেন জেলাশাসক পি উলগানাথান ৷ আগামীকাল সেখানে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একদিকে গ্রামে জল ঢুকে হারিয়েছেন আশ্রয় , অন্যদিকে পেটের জ্বালা ৷ কবে ঠিক হবে সবকিছু এখন সেই দিকেই তাকিয়ে সাগরবাসী ৷