মালদা, 27 ডিসেম্বর: খুব কাছে বিডিও অফিস ৷ সকালের দিকে লোকজনের ভিড়ে ব্যস্ত চারপাশ ৷ কিন্তু, সেই ভিড়ের মধ্যে শুরু হল হইচই ৷ দেখা গেল, আমবাগানের ফাঁকা জায়গায় জ্বলছে বেশ কিছু খড় ৷ কাছে গিয়ে দেখা গেল খড়ের মধ্যে থেকে বেরিয়ে আছে দুটি পা ৷ শুক্রবার এমন ঘটনার সাক্ষী রইলেন মালদার চাঁচলের বাসিন্দারা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ ৷
ঘটনাটি চাঁচল 2 নম্বর ব্লকের মালতিপুর এলাকার ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, শুক্রবার সকালে এলাকার একটি আমবাগানের ফাঁকা জায়গায় আগুন জ্বলতে দেখেন তারা ৷ কাছে আসতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় ৷ খড়ের মধ্যে পুড়ছে আস্ত এক দেহ ৷ ততক্ষণে ঘটনাস্থলে ভিড় করেন অনেক মানুষ ৷ সঙ্গে সঙ্গে খবর যায় স্থানীয় থানায় ৷
ঘটনাস্থলে উপস্থিত হন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু ও এসডিপিও সোমনাথ সাহা ৷ খানিক পরে আসেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ৷ আধপোড়া দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ মৃতদেহের অর্ধদগ্ধ দেহ ও পায়ের চটি দেখে পুলিশ ও স্থানীয়দের একাংশের অনুমান, দেহটি কোনও মাঝবয়সি মহিলার ৷ তবে পুলিশের তরফে সরকারিভাবে কোনও তথ্য় দেওয়া হয়নি।
মৃতদেহের পাশে একটি প্লাস্টিকের ব্যাগও পাওয়া গিয়েছে ৷ সেই সঙ্গে, ঘটনাস্থল থেকে একটি রক্ত মাখা ছুরিও উদ্ধার করেছে পুলিশ ৷ তদন্তের জন্য প্রতিটি নমুনা বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ চাঁচল থানার আইসি পূর্ণেন্দুকুমার কুণ্ডু বলেন, "দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সামনে আসবে ৷ গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে ৷"