পুরুলিয়া স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে গেল পা, তারপর ? - rpf rescued passanger in purulia
🎬 Watch Now: Feature Video
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন যাত্রী ৷ এক RPF জওয়ানের তৎপরতায় প্রাণ ফিরে পেলেন আসানসোলের যাত্রী কৈলাস প্রসাদ ৷ আসানসোল থেকে পুরী যাচ্ছিলেন তিনি ৷ পুরুলিয়া স্টেশনে পৌঁছতেই ট্রেন থেকে জল নিতে নামেন ৷ কিন্তু, ট্রেন ছেড়ে দেয় ৷ চলন্ত ট্রেনে উঠতে যান কৈলাসবাবু ৷ কিন্তু পা পিছলে যায় তাঁর ৷ প্ল্যাঠফর্ম ও ট্রেনের মাঝে আটকে যায় তাঁর শরীর ৷ তখনই বিষয়টি নজরে পড়ে কর্তব্যরত RPF জওয়ান ও প্লাটফর্মে থাকা অন্য ব্যক্তিদের ৷ তাঁরাই উদ্ধার করেন কৈলাসবাবুকে ৷ গতরাতে পুরুলিয়া স্টেশনে নিউদিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেসে এই ঘটনা ঘটে ৷ দেখুন ভিডিয়ো ৷