তাপস পালের প্রয়াণে কী বলছেন সেই চৌমহার বাসিন্দারা ? - তাপস পাল
🎬 Watch Now: Feature Video
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রাজনীতির আঙিনায় আসা । সেই থেকে পর পর দুই বারের সাংসদ । তবে সাংসদ হয়েও রাজনৈতিক জীবনটা খুব একটা মসৃণ ছিল না তাপস পালের । বার বার বেফাঁস মন্তব্য । 2014 সালে নদিয়ার চৌমহা গ্রামে বিতর্কিত মন্তব্যের কারণে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে । মন্তব্যের নিন্দা করেছিলেন মুখ্যমন্ত্রী নিজেও । তারপর কেটে গেছে বেশ কয়েকটা বছর । আজ তাঁর মৃত্যুর খবর পেয়ে কী বলছে সেই চৌমহা গ্রামের বাসিন্দারা ।