দক্ষিণ 24 পরগনায় স্বস্তির বৃষ্টি - মহেশতলা
🎬 Watch Now: Feature Video
স্বস্তির বৃষ্টি জেলা জুড়ে ৷ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় প্রচণ্ড গরমের পর এই বৃষ্টিতে স্বস্তি পেল জেলাবাসী ৷ যশের পর থেকে এতদিন বৃষ্টি না হওয়ায় গরমে নাভিশ্বাস উঠেছিল আমজনতার ৷ আজকের এই বৃষ্টিতে অবশেষে স্বস্তির নিঃশ্বাস পেল জেলা । দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, নোদাখালি, বজবজ ও মহেশতলা সহ বিভিন্ন জায়গায় এদিন বৃষ্টি হয়েছে ।