চিকিৎসকের বদলির প্রতিবাদে বিক্ষোভ দুর্গাপুর ডিটিপিএস হাসপাতালে - ডিভিসি
🎬 Watch Now: Feature Video
চিকিৎসক বদলির প্রতিবাদে বিক্ষোভ দুর্গাপুর ডিটিপিএস হাসপাতালে সামনে ৷ তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি, ডিভিসি কামগড় সংঘ এবং ভিলেজ কো-অর্ডিনেটর কমিটির সদস্যরা হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান ৷ অভিযোগ দীর্ঘদিন ধরে ডিটিপিএস হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন চিকিৎসক ডি কে ভট্টাচার্য ৷ তাঁকে হঠাৎই বদলি করা হচ্ছে ৷ যা মানতে নারাজ সেখানকার সাধারণ মানুষ ও কর্মীরা ৷ তাঁদের দাবি এভাবে একজন অভিজ্ঞ চিকিৎসককে হাসপাতাল থেকে বদলি করা হলে, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে ৷ তারই প্রতিবাদে আজ হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখানো হয় ৷