কোরোনা আতঙ্ক ভুলে দুর্গাপুর ব্যারেজ চত্বরে মানুষের মেলা - Forgetting the corona panic, people gathered at Durgapur Barrage
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট ভেঙে ব্যারেজ প্রায় জলশূন্য হয়েছে । আজ সকাল থেকেই সেখানে মানুষের মেলা । কেউ গেছেন দামোদরের মাছ কিনতে আবার কেউ গেছেন জলশূন্য দামোদরের বালির চরে সপরিবারে ঘুরতে । সব মিলিয়ে সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে বহু মানুষ সদ্য শীতের আমেজে দামোদরের বুকে পিকনিকের মুডে । আর এত লোকসমাগম দেখে ঝালমুড়ি থেকে ফুচকা, লেবু চা, আইসক্রিমের গাড়িও বসেছে । 31 নম্বর লকগেট বিপর্যয়ের 24 ঘণ্টা কাটলেও এখনও সম্পূর্ণ জল বেরিয়ে যায়নি । আর দামোদরের সেই জলে নেমে পড়েছেন অনেকেই ।