মেলবোর্ন, 22 ডিসেম্বর: বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার ঘটনায় অজি মিডিয়ার সঙ্গে খানিক দূরত্ব তৈরি হয়েছে ভারতীয় দলের ৷ বক্সিং-ডে টেস্টের আগে যা হাওয়া গরম করেছে মেলবোর্নের ৷ এরইমধ্যে চতুর্থ টেস্ট শুরু 72 ঘণ্টা আগে অনুশীলনে চোট পেলেন দুই ভারতীয় ক্রিকেটার ৷ রবিবার নেটে ব্যাটিংয়ের সময় হাঁটুতে চোট পান অধিনায়ক রোহিত শর্মা ৷ ব্যাটিং প্র্যাকটিসের সময় চোট লাগে পেসার আকাশদীপেরও ৷
যদিও পরবর্তীতে আশঙ্কা উড়িয়ে টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয় রোহিতের চোট নিয়ে উদ্বেগের কিছু নেই ৷ একই কথা প্রযোজ্য আকাশদীপের জন্যও ৷ তবে চোট পাওয়ার পর প্রাথমিকভাবে যে শুশ্রূষার প্রয়োজন হয়েছিল রোহিতের সে বিষয়ে সন্দেহ নেই ৷ ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, নেটে স্পিন বোলিং সামলাতে গিয়ে এদিন হাঁটুতে চোট পান ভারত অধিনায়ক ৷ একটি পুল শট মারতে গিয়ে মিস করেন তিনি ৷ বল এসে লাগে হাঁটুতে ৷ এরপর অনুশীলন ছেড়ে হাঁটুতে আইস প্যাক বেঁধে দীর্ঘক্ষণ বসে থাকেন রোহিত ৷ চোট নিয়ে উদ্বেগ না-থাকলেও এদিন এরপর আর অনুশীলন করেননি 'হিটম্য়ান' ৷
There is no substitute for hard work.
— BCCI (@BCCI) December 21, 2024
The relentless effort behind the scenes translates into success on the field. The Indian bowlers are ticking every box as we get ready for the Boxing Day Test 🔥🔥#AUSvIND #TeamIndia pic.twitter.com/ikNQjJz77b
অন্যদিকে অনুশীলনের সময় লাফিয়ে ওঠা একটি বলে হাতে চোট পান বাংলার হয়ে রঞ্জি খেলা আকাশদীপ ৷ যদি পরে সাংবাদিক সম্মেলনে আশঙ্কা উড়িয়ে ভারতীয় পেসার জানান, ক্রিকেটে এরকম ঘটনা টুকটাক হয়েই থাকে ৷ এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই ৷ অর্থাৎ, চোটের কবলে পড়লেও দুই ভারতীয় ক্রিকেটারকে মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে পাওয়ার ব্য়াপারে কোনও সন্দেহ নেই ৷
উল্লেখ্য, ব্রিসবেন থেকে ভারতীয় দল মেলবোর্নে পৌঁছনোর পর ঘটনাবহুল বক্সিং-ডে টেস্টের আবহ ৷ বৃহস্পতিবার মেলবোর্নে পৌঁছতেই এক অজি মহিলা সাংবাদিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিরাট কোহলি ৷ যদিও তাঁর সঙ্গত কারণও ছিল ৷ সন্তানদের ব্যাপারে আগাগোড়াই প্রাইভেসি রাখতে পছন্দ করেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ কিন্তু তাঁকে না-জানিয়েই সংশ্লিষ্ট অজি মিডিয়া সন্তানদের ছবি তোলায় ক্ষুব্ধ হন বিরাট এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেন ৷ এরপর শনিবার অজি মিডিয়াকে ইংরেজিতে সাক্ষাৎকার না-দিয়ে বিতর্কের জন্ম দেন রবীন্দ্র জাদেজা ৷