মাননীয়াকে বিসর্জন দিয়ে বাংলাকে পবিত্র করব : নিশীথ - নিশীথ
🎬 Watch Now: Feature Video
"লোকসভা ভোটে সাধারণ মানুষ যা করেছেন তা ভোলার নয় । তাই তাঁদের কৃতজ্ঞতা জানাতে হবে । নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গঙ্গায় বিসর্জন দিয়ে, গঙ্গাজল ছিটিয়ে তবে সব ঠিক হবে । সকলের হারানো সম্মান ফিরিয়ে তবে শান্তি ।" গান্ধি সংকল্প যাত্রায় বক্তব্য রাখতে গিয়ে বললেন BJP সাংসদ নিশীথ প্রামাণিক । NRC ইশু নিয়েও মুখ খোলেন তিনি । বলেন, "আমাদের দেশের সকলে এখানেই থাকবে । কাউকে যেতে হবে না । এবার কেউ যদি রোহিঙ্গাদের নিয়ে কিছু বলে তাহলে সেটা তো মানা যাবে না ।" দেখুন ভিডিয়ো...